তাঁত বা বুনন থেকে প্রাপ্ত ফ্যাব্রিকসমূহকে পানি এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ সহোযোগে পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে ব্যাবহার উপোযোগী করার প্রক্রিয়াই ওয়েট প্রসেস টেকনোলজি নামে পরিচিত। ওয়েট প্রসেস টেকনোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি এবং বিভিন্ন রাসায়নিক উপাদান।
☑ ওয়েট প্রসেস এর ধাপসমূহ নিম্নরূপ:
১) প্রি ট্রিটমেন্ট।
২) ডায়িং / প্রিন্টিং।
৩) ফিনিশিং।
আমার এই সিরিজের আলোচ্য বিষয় প্রি ট্রিটমেন্ট।
✴ প্রি-ট্রিটমেন্ট:
ওয়েট প্রসেস টেকনোলজির একটি গূরুত্বপূর্ন ধাপ হলো প্রি ট্রিটমেন্ট । এই প্রক্রিয়ায় মূলত গ্রে ফ্যাব্রিকসমূহকে পরবর্তী ধাপসমূহ (ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং) এর জন্য উপোযোগী করে তোলা হয় । বলা হয়ে থাকে “Pre treatment is the heart of wet process”
☑ প্রধান উদ্দেশ্য:
১) ফ্যাব্রিকসমূহকে ডাইং এবং প্রিন্টিং এর উপোযোগী করে তোলা ।
২) ফ্যাব্রিক থেকে ধূলা, ময়লা , অপদ্রব্য অপসারণ করা ।
৩) ফ্যাব্রিকসমূহকে হাইড্রোফোবিক থেকে হাইড্রোফিলিক অবস্থায় রূপান্তর করা ।
৪) গ্রে ফ্যাব্রিকসমূহকে সাদা ফ্যাব্রিকে রূপান্তর করা ।
✳ প্রি-ট্রিটমেন্ট প্রক্রিয়ার ধাপগুলো নিম্নোক্তভাবে ভাগ করা যায়:
১) গ্রে ফ্যাব্রিক পর্যবেক্ষণ (Inspection of grey fabric)
২) সেলাই (Stiching)
৩) শিয়ারিং ও ক্রপিং (Shearing & Cropping)
৪) সিনজিং (Singeing)
৫) ডিসাইজিং (Desizing)
৬) স্কাওরিং (Scouring)
৭) ব্লিচিং (Bleaching)
৮)মার্চারাইজিং (Mercerizing)
তবে ফাইবারের ধরণ অনুযায়ী প্রধান ধাপসমূহে (৪-৮) কিছু তারতম্য লক্ষ্য করা যায় ।
☑ তুলা (Cotton) ফ্যাব্রিক এর জন্য প্রধান ধাপসমূহ:
১) সিনজিং (Singeing)
২) স্কাওরিং (Scouring)
৩) ডিসাইজিং (Desizing)
৪) ব্লিচিং (Bleaching)
৫)মার্চারাইজিং (Mercerizing)
☑ সিল্ক (Silk) ফ্যাব্রিক এর জন্য প্রধান ধাপসমূহ:
১) ডিগামিং (Degumming)
২) স্কাওরিং (Scouring)
৩) ব্লিচিং (Bleaching)
☑ উল (Wool) ফ্যাব্রিক এর জন্য প্রধান ধাপসমূহ:
১) উল স্কাওরিং (wool scouring)
২) কার্বোনাইজিং (Carbonizing)
৩) ডিসাইজিং (desizing)
৪) ক্র্যাবিং (crabbing)
৫) ইজি কেয়ার ট্রিটমেন্ট (Easy-care treatment)
৬) এন্টি ফেলটিং ট্রিটমেন্ট (Anti-felting treatments)
৭) উল ব্লিচিং (Wool Bleaching)
☑ কৃত্তিম ফ্যাব্রিক এর জন্য প্রধান ধাপসমূহ:
১) ডিসাইজিং (Desizing)
২) হিট সেটিং (Heat Setting)
৩) ওয়াশিং (Washing)
৪) ব্লিচিং (Bleaching)
✳ ধাপসমূহের বিস্তারিত বর্ণনা:
১) গ্রে ফ্যাব্রিক পর্যবেক্ষণ (Inspection of grey fabric):
তাঁত বা বুনন থেকে যে গ্রে ফ্যাব্রিক টা পাওয়া যায় তা প্রথমে ভালোকরে পরিক্ষা করে নিতে হয় । ফ্যাব্রিক এ কোন প্রকার ব্রেকেজ,পিকস,নেপস,গর্ত থাকলে তা আর পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয় না ।
২) সেলাই (Stiching):
অনেকসময় তাত থেকে বোনা কাপড়টি দৈর্ঘ্য ছোট হয়ে থাকে । এক্ষেত্রে সেলাইয়ের মাধ্যমে তা পূরণ করা হয়ে থাকে ।
৩) শিয়ারিং ও ক্রপিং (Shearing & Cropping):
গ্রে ফ্যাব্রিকে যে অতিরিক্ত ওয়ার্প এবং ওয়েফট এর সুতা থাকে তা যথাযথভাবে ছাটাই করা হয় এই ধাপে ।
📝Writer:
Tanjidur Rahman Sakib
Department of Apparel Engineering
Sheikh Kamal Textile Engineering College
Campus Ambassador (Textile Engineers).