তুরস্কের এঙ্গোরা প্রদেশের এঙ্গোরা নামক ছাগলের লোমকে মোহায়ের ফাইবার বলে। এটি কেরাটিন নামক প্রোটিন এর সমন্বয়ে গঠিত। এর কাঠামো উল ফাইবারের সাথে সমান,যদিও বাহ্যিক স্তরটি সূক্ষ্ম উলে পাওয়া স্কেলের সংখ্যার প্রায় ৫০% থাকে। এঙ্গোরা ছাগল থেকে বছরে ২ বার বসন্ত এবং শরতকালে পশম সংগ্রহ করা হয়। মোহায়ের ফাইবারের দৈর্ঘ্য ২৩০ থেকে ৩০০ মিলিমিটার। ছাগলের পশমের কাঠামোগত বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত অন্যান্য তন্তুগুলি মোহায়ের সুতার সংমিশ্রণে যুক্ত করতে হয়,প্রায়শই ভেড়ার পশম বা এক্রাইলিক ফাইবার থাকে। আধুনিক প্রযুক্তিগুলি ৮৩% এর উপরে ফ্যাব্রিকগুলোতে এঙ্গোরা ছাগলের পশমের সামগ্রী বাড়ানোর অনুমতি দেয় না। মোহায়ের শব্দটি এসেছে আরবি শব্দ মুখায়ার থেকে।
মোহায়ের সুতার বৈশিষ্ট্যগুলি হলোঃ
১) মোহায়ের একটি সিল্কি শেন,বেশ স্থিতিস্থাপক,টেকসই,হালকা এবং নরম।
২) এই অনন্য উপাদানের তন্তুগুলি পাকানো হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হয় না।
৩) এলার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে না।
৪) শীতকালে এটি তাপ ধরে রাখে এবং গ্রীষ্মে এটি অতিরিক্ত গরম থেকে রক্ষা করে।
৫) একটি বোনা মোহায়ের পণ্য প্রসারিত হওয়ার পরে সহজেই তার মূল অাকারে ফিরে অাসবে।
৬) মোহায়ের ফাইবারে ধুলাবালি জড়ায় না।
৭) রং ধারণ ক্ষমতা ভালো এবং রং পাকা হয়।
টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ে ব্যাবহৃত প্রাচীনতম ফাইবারগুলির মধ্যে মোহায়ের অন্যতম। মোহায়ের সুতার বেধ এঙ্গোরা ছাগলের বয়সের উপর নির্ভর করে এবং ২৫ থেকে ৪৫ মাইক্রোনের ব্যাসের মধ্যে রয়েছে।এর অর্থ বয়সী প্রাণী পণ্যটিকে অারও ভালো করে তোলে।পাতলা মোহায়ের অারও নাজুক পণ্য তৈরি করতে ব্যাবহৃত হয়। উদাহরণস্বরুপ সোয়েটার, স্কার্ফ,গ্লাভস,মোজা ইত্যাদি। অন্যদিকে ঘন সুতার কার্পেটগুলি বুনতে এবং পুরু উলের কাপড় তৈরি করার জন্য উপযুক্ত।
Writer:
Nurun Nahar Tinny
Department of textile engineering
NITER 10th batch