Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeTechnical Textileফাইবার এর ফ্রিকশনাল প্রোপার্টি

    ফাইবার এর ফ্রিকশনাল প্রোপার্টি

    ফ্রিকশনাল প্রোপারটিঃ

    ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে এমন এক ধরনের বল যা কিনা দুইটি পৃষ্ঠতল এর একে ওপরের উপর সচল হওয়ার সময় তৈরি হয় যা কিনা পৃষ্ঠতল দুইটির সচলতাকে ব্যাহত করে। তো সাধারনতই আমাদের টেক্সটাইল ফাইবার গুলোর মধ্যেও এই প্রবনতা পাওয়া যায়। টেক্সটাইল ফাইবার গুলোর মধ্যকার ঘর্ষণের ফলে যে ধর্ম দেখা যায়, সেটিই আসলে টেক্সটাইল ফাইবার এর ফ্রিকশনাল প্রোপারটি। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ ফাইবার এর মধ্যকার ফ্রিকশন খুব বেশি আবার খুব কম হলে ইয়ার্ন কোয়ালিটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ ফ্রিকশনাল প্রোপারটি এর গুরুত্ব অপরিসীম।

    এখন জেনে নেওয়া যাক, এই ফ্রিকশনাল প্রোপারটি এর শ্রেণীবিভাগ সম্পর্কে। মোটামুটি এই টেক্সটাইল ফাইবারগুলোতে দুই ধরনের ফ্রিকশনাল প্রোপারটি দেখা যায়। যথাঃ

    ১) Fiber to fiber friction: এই ধরনের ফ্রিকশন দুইটি ফাইবার এর মধ্যে দেখা যায়।

    ২) Fiber to solid surface: এই ধরনের ফ্রিকশন একটি ফাইবার এবং অন্য যেকোনো সলিড সারফেইস এর মধ্যে দেখা যায়।

    ফ্রিকশনাল প্রোপার্টি কোনো টেক্সটাইল ফাইবার এর যে যে বিষয়গুলোর উপর নির্ভরশীলঃ

    ১) ফাইবার এর গঠন।
    ২) ফাইবার এর পৃষ্ঠতল এর অবস্থা।
    ৩) দুইটি ফাইবার এর মধ্যকার টান বল।
    ৪) তাপমাত্রা।
    ৫) আপেক্ষিক আদ্রতা।
    ৬) ফাইবারের পৃষ্ঠতল এর পরিমান, যা কিনা ঘর্ষণ বল তৈরি করছে।
    ৭) ফাইবারের এর পানি শোষণ ক্ষমতা।

    এই ফ্রিকশনাল প্রোপার্টি এর কিছু ক্ষতিকর দিকঃ
    ১) ফাইবার এর মধ্যকার ফ্রিকশন এর কারনে ন্যাপ ফরমেশন হয়।
    ২) ইয়ার্ন এর হেয়ারিনেস বা কোশতা বাড়িয়ে দেয়।
    ৩) ফ্রিকশনাল প্রোপার্টি ইয়ার্ন এর সারফেইস এর কোয়ালিটি বা ইভেননেস কমিয়ে দেয়।

    ঘর্ষণ বল সাধারণত Co-efficient of friction এর মাধ্যমে পরিমাপ করা হয়। আর এই Co-efficient of friction নির্ণয় করার কিছু পদ্ধতিঃ
    ১) Capstan Method.
    এই পদ্ধতিকে আবার ২ টি ভাগে ভাগ করা যায়;
    1) Static Capstan Method
    2) Dynamic Capstan Method

    অন্যান্য পদ্ধতিঃ
    ১) Buckle and Pollitt’s Method
    ২) Abbosh and Grashberg Method
    ৩) Gutheric and Olivers Method

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed