Wednesday, December 18, 2024
Magazine
More
    Homeফার ( Fur) শিল্প

    ফার ( Fur) শিল্প

    ফার ( Fur)  হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণীর লোমস আবরন। কিন্তু ফার মাংস কারখানা গুলোর উপজাত নয়। তবে, ভেড়া এর থেকে ব্যতিক্রম। প্রাগঐতিহাসিক সময় থেকে মানুষ ফারের উষ্ণভাব ও সৌন্দর্যের কারনে ফার ব্যবহার করে আসছে। ফার শিল্পের উন্নতির প্রধান কারন বিলাশিতার প্রতি মানুষের চাহিদা। প্রথম থেকেই ফারের তৈরি পোশাক বিলাশবহুল।


    ✔️ফার শিল্পে  প্রধান ৩ টি গ্রুপ রয়েছে –
    ১) ফার সমৃদ্ধ পশুর চামড়া বা pelt উৎপাদন
    ২) ফার প্রসেসর
    ৩) কোম্পানি ( যারা ভোক্তার জন্য ফারের পোশাক তৈরি করে)


    ✔️ফার ব্যবহার করে যে ধরনের পোশাক তৈরি হয়-
    বিভিন্ন ধরনের বিলাসবহুল জ্যাকেট, মাফলার, সোয়েটার তৈরিতে ফার ব্যবহার করা হয়। 
    ✔️ফারের উৎস –
    শিল্প কারখানায় প্রথমত প্রয়োজন ফার সমৃদ্ধ পশুর ( ভেড়া, গাধা, শেয়াল, বিভিন্ন ধরনের বন্য পশু) চামড়া। সে সেক্ষেত্রে, ২৫ পাউন্ডের কম ওজনের পশুর চামড়াকে স্কিন( Skin) বলে এবং ২৫  পাউন্ডের বেশি ওজনের পশুর চামড়াকে হাইড( Hide) বলে। 
    আন্তর্জাতিক ফার বাজার আলোচিত হয়েছে প্রধানত Mink production এর কারনে। বিশ্বে সবচেয়ে বেশি Mink উৎপাদিত হয় Scandinavian – এ।  যার পরিমাণ ৪৫%।  Russia তে ৩১%  এবং united state এ ১০%।  এছাড়া, ৬ টি মহাদেশের ৮০ টিরও বেশি দেশ থেকে ফার সমৃদ্ধ  বন্য পশু সংগ্রহ করা হয়।

    সুমাইয়া আক্তার
    কলেজ অব হোম ইকনোমিক্স

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed