Sunday, January 19, 2025
Magazine
More
    HomeFabric“ফেব্রিক ফল্ট” বা “বস্ত্রের ত্রুটি”

    “ফেব্রিক ফল্ট” বা “বস্ত্রের ত্রুটি”

    “তন্তুই জানে  তার বেদনা
    তন্তু থেকে বস্ত্র হওয়ার
    তুমি কিভাবে জানবে তা
    তুমি তো সেই বস্ত্র প্রকৌশলী
    যে আমাদের এত কষ্ট দেয়।”

    যখন তন্তু থেকে বস্ত্র তৈরি হয় তখন যন্ত্রের মাধ্যমে বা বাইরের কোনো কিছুর মাধ্যমে বস্তুতে কিছু ত্রুটি দেখা দেয়। আজকে আমরা কিছু ত্রুটি, ত্রুটি কারণ এবং ত্রুটির প্রতিকার নিয়ে একটি ব্লগ তৈরি করেছি আশাকরি আপনাদের কাজে আসবে। তবে চলুন প্রথমে জেনে নেই বস্তুর ত্রুটি বা ফেব্রিক ফল্ট কাকে বলে:

    বস্ত্রের ত্রুটি বা ফেব্রিক ফল্ট হল বস্ত্রের এমন যে কোনো অস্বাভাবিকতা যার কারণে বস্ত্রটি  গ্রাহক দ্বারা গ্রহণযোগ্যতা পেতে বাধাগ্রস্থ হয়।

    ফেব্রিক ফল্টকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি:

    ১.নিট ফেব্রিক ফল্টস


    ২.ওভেন ফেব্রিক ফল্টস


    নিট ফেব্রিক এর ত্রুটিসমূহ :

    সাধারণত নিট ফ্যাব্রিকের ত্রুটিগুলি সাধারণত  উৎপাদন থেকে শুরু করে  ডাইং,ফিনিশিং পর্যন্ত তিনটি পর্যায়ে উৎপাদিত হতে পারে। তিনটি পর্যায়ের নিট ফেব্রিকের ত্রুটিঃ


    উৎপাদন বা নিটিং এর সময় সৃষ্ট ত্রুটিসমূহঃ 

       
    ১. সুতার ধুলো     
    ২.সেট আপ     
    ৩. লুপ মার্ক                                                         
    ৪.নিডেল ব্রেক,      
    ৫. অয়েল স্পট,     
    ৬.মোটা এবং চিকন জায়গা(থিক এন্ড থিন প্লেস)     
    ৭.সুতা বা লটের মিশ্রণ,     
    ৮.ছিদ্র      
    ৯.লাইক্রা আউট হওয়া বা বেরিয়ে যাওয়া     
    ১০.সুতা মিস হয়ে যাওয়া,     
    ১১.তারা দোষ  ইত্যাদি। 


    ফেব্রিক ডায়িং বা রঙ করার সময় ত্রুটিঃ     
    ১.অসম বা আন-ইভেন ডায়িং     
    ২.ছোপ ছোপ দাগ     
    ৩.পিলিং     
    ৪.সোডা স্পট।

    ফিনিশিং এর সময় সৃষ্ট ত্রুটিঃ     

    ১.স্কিউ     
    ২.চেরা দোষ বা স্লিটিং ফল্ট     
    ৩.অসম বা আন-ইভেন ব্রাশিং     
    ৪.ভাঁজ(ক্রিজ মার্ক)     
    ৫.অযাচিত চিহ্ন বা আনওয়ানটেড মার্ক
    ৬.তেল চিহ্ন     
    ৭.সিলিকন স্পট     
    ৮.লাইন চিহ্ন     
    ৯.বার্নিং ইফেক্ট    
     ১০.রাসায়নিক বা ক্যামিক্যাল স্পট     
    ১১.সেলাইয়ের ত্রুটি।

    ওভেন ফেব্রিক এর ত্রুটিসমূহ:
    সুতোর অপূর্ণতা, ভুল বনন প্রক্রিয়া বা ফিনিশিং প্রক্রিয়াতে ত্রুটির ফলস্বরূপ ওভেন ফেব্রিকে ত্রুটি দেখা যেতে পারে। এগুলিকে 3 টি বিভাগে শ্রেণিবদ্ধ করা যেতে পারে:

    সুতা সম্পর্কিত ত্রুটিঃ       
    1. মিশ্রিত বা ঘন এন্ড(ওয়ার্পের সুতা)                     
    2.স্লাব বা স্লাগ



    ওয়ার্পের দিক থেকে ঘটে যাওয়া ত্রুটিঃ       
    1. রিডি ফেব্রিক চিহ্ন       
    2. ওয়ার্প স্ট্রিক/ওয়ার্প লাইন       
    3. মিসড্র / ভুল অঙ্কন       
    4. ভাঙা / মিসিং এন্ড(ওয়ার্পের সুতা)

    ওয়েফট এর দিক থেকে ঘটে যাওয়া ত্রুটিঃ       
    1. স্টার্টিং মার্ক       
    2. ফিলিং / ওয়েফট বার       
    3.ব্রোকেন বা ভাঙা পিক(ওয়েফট এর সুতা)       
    4. ভাঙা প্যাটার্ন       
    5.ডাবল বাছাই পিক(ওয়েফট এর সুতা)       
    6. গাউট       
    7. স্লো অফ       
    8.স্নার্ল

    উপরের বিষয়গুলো থেকে আমরা ফেব্রিকের কিছু ত্রুটি নাম জানলাম এই ত্রুটি গুলো সমাধানের জন্য আমাদের সবার প্রথমে  সুতার স্বচ্ছতা, সুতার সক্ষমতা, নিয়মিত সূঁচ এবং যন্ত্রপাতির পরীক্ষা, ওয়ার্পের এবং ওয়েফটের দিকের সুতার সমতা। ফেব্রিক উৎপাদনের আগে এবং পরে শ্রমিক দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম গুলো ভালভাবে পরিষ্কার করা এবং ফেব্রিক তৈরীর পরে প্লাস্টিকের কাগজ দিয়ে ফেব্রিক রোল মুড়িয়ে ফেলতে হবে। তাহলে আমরা অনেকাংশেই ত্রুটিগুলো সমাধান করতে পারব।


    Writers Information:
    Imrul Hasan
    Azizur Rahman
    Monjuara Sultana

    Dept of Textile Engineering Southeast University

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed