Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeFabricফ্যব্রিক এর ফ্যান্সি ডিজাইনঃ

    ফ্যব্রিক এর ফ্যান্সি ডিজাইনঃ

    ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনের এর স্ট্রাকচার গুলোর মধ্যে ফেন্সি স্ট্রাকচার অন্যতম। আমরা ইতোমধ্যে ফেব্রিকের বেসিক স্ট্রাকচার গুলো যেমন plain, twill এবং satin সম্পর্কে জেনেছি বেসিক স্ট্রাকচার গুলোর তুলনায় ফ্যান্সি স্ট্রাকচারের ডিজাইন টা একটু কমপ্লিকেটেড। এটি মূলত ফেব্রিকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

    ফেন্সি ওয়েভের প্রকারভেদ:

    1. Mock Leno
    2. Hucka Back
    3. Crepe Weave
    4. Honey comb
    5. Creep weave.
    6. Bed cord.
    7. Pique

    Mock leno:

    Mock leno, যা limitation leno নামেও পরিচিত, এটি সাধারণ নির্মাণের বিভিন্ন ধরণের ওয়েভ যা ডুপ মাউন্টিংয়ের সহায়তায় প্রাপ্ত gauze বা leno স্টাইলের সাথে একই রকম প্রভাব তৈরি করে। এই তাঁতগুলি সাধারণত plain , twill ও satin বা অন্যান্য সাধারণ বুননের সাথে বা ব্রোকেড ফিগারিংয়ের সাথে মিশ্রিত করে স্ট্রাইপড কাপড় তৈরি করা হয় যা৷ leno কাপড়ের সাথে খুব ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে।

    Mock leno স্ট্রাকচারের
    বৈশিষ্ট্য:

    1.Mock leno স্ট্রকাচারে উৎপাফিত ফ্যাব্রিক নেট এর মত / ছিদ্রযুক্ত।

    1. এই ফ্যাব্রিক পৃষ্ঠতল রুক্ষ ।
    2. Repeat number সর্বদা সমান সংখ্যক জোড় সংখ্যা (১০*১০)
    3. leno heald ব্যবহার না করে mock leno ওয়েভ উৎপাদন করা যায়।
    4. সবচেয়ে ছোট পুনরাবৃত্তির আকার ৬*৬।

    6.এই ওয়েভটি তির্যকভাবে দুটি সমান ভাগে ভাগ করা যায়।

    ব্যবহারসমূহ:

    1.
    Mock leno ফ্যাব্রিক পর্দার জন্য এবং under clothing এবং ডেকোরেটিভ কাজে ব্যবহার হয়

    পুট এস এস।

    1. সূচিকর্ম কাপড়, ক্যানভাস কাপড় এবং হালকা- ওজনের জানালার পর্দা, রোলার তোয়ালে।

    আলংকারিক জন্য প্লেইন বয়ন সঙ্গে সংমিশ্রণে ব্যবহৃত হয়

    এছাড়াও ব্রোকেডস, ব্লাউজগুলি, টেবিল লাইনার, ও পানি শোষণ শক্তি বেশি সে জন্য তোয়ালে হিসেবে ব্যবহৃত হয়।

    Mock leno নির্মাণ নীতি/ construction:

    সহজ ভাবে জোড় সংখ্যার repeat size চিহ্নিত করে কোয়ার্টারে বিভক্ত করে যেকোন কর্ণ বরাবর ছোট দুটি বর্গে মোটিফ বসাই ও দুটি বিপরীত কর্ণে ওই মোটিফের বিপরিত ডিজাইন বসালেই হয়ে যাবে mock leno.

    Writer :MD Sajal Hossain.
    From:SKTEC
    Campus ambassador at TES

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed