Tuesday, December 3, 2024
Magazine
More
    HomeIndustrial Calculationফ্যাক্টরির Production Capacity যেভাবে বের করবেন !!

    ফ্যাক্টরির Production Capacity যেভাবে বের করবেন !!

    আমাদের এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো একটি গার্মেন্টস ফ্যাক্টরির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফ্যাক্টরিতে প্রোডাকশন ক্যাপাসিটি বের করা। বায়ারের কাছ থেকে অর্ডার পাওয়ার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রতি একক কার্য দিবসে কোনো ফ্যাক্টরি কি পরিমান প্রোডাকশন দিতে পারে, তা এইখানে নির্ণয় করা হয়। তো আজকে আমরা কোনো ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয় করা শিখবো।

    ✅ প্রোডাকশন ক্যাপাসিটি;

    গার্মেন্টস ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি, অনেক গুলো প্যারামিটারের উপর নির্ভরশীল। তবে শুধুমাত্র তিনটি প্যারামিটার দিয়েই আমরা আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি বের করতে পারবো। তো সেই তিনটি প্যারামিটার নিম্নরূপ;

    ১) ফ্যাক্টরির ক্যাপাসিটি বা প্রতি ঘন্টায় কি পরিমান প্রোডাকশন দিতে পারবে।
    ২) ফ্যাক্টরিতে প্রোডাকশন লাইনের এফিশিয়েন্সি।
    ৩) Standard Allowed Minute (SAM); এই Standard Allowed Minute (SAM) এর মানে হলো যে, Allowance সমেত একটি কমপ্লিট গার্মেন্টস তৈরিতে আমার যে পরিমান সময়ের দরকার পড়ে, সেই সময় টুকু।

    একদম সঠিক মানের প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয়ের জন্য একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ারকে সঠিক কাটিং রুমের ক্যাপাসিটি, ফিনিশিং রুমের ক্যাপাসিটি ইত্যাদি বিষয় গুলোকেও মাথায় রাখতে হয়।

    প্রোডাকশন ক্যাপাসিটি ক্যাল্কুলেশন;

    আমরা আগেই বলেছিলাম যে, প্রোডাকশন ক্যাপাসিটি নির্ণয়ে তিনটি বিষয় জানতে হবে। সে গুলো হলো;

    ১. (Total Capacity Per Hour) ফ্যাক্টরির ক্যাপাসিটি বা প্রতি ঘন্টায় কি পরিমান প্রোডাকশন দিতে পারবে।
    ২. (Production Line Efficiency) ফ্যাক্টরিতে প্রোডাকশন লাইনের এফিশিয়েন্সি।
    ৩. Standard Allowed Minute (SAM); এই Standard Allowed Minute (SAM) এর মানে হলো যে, Allowance সমেত একটি কমপ্লিট গার্মেন্টস তৈরিতে আমার যে পরিমান সময়ের দরকার পড়ে, সেই সময় টুকু।

    এখন আমরা নিম্নোক্ত ফর্মুলাটি ব্যবহার করে, ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি বের করতে পারবো।

    ফর্মুলা; প্রোডাকশন ক্যাপাসিটি =

    (Total Capacity Per Hour ✕ 60 ✕ Production Line Efficiency) ÷ Standard Allowed Minute (SAM)

    ✍️ এখন একটি অঙ্ক করি চলুন, তাহলে আরো ভালো ধারনা আমরা পাবো।

    ধরা যাক, একটি ফ্যাক্টরির ১০ টি সুইং লাইন আছে, আর প্রতিটি সুইং লাইনে ৩০ টি করে মোট ৩০০ টি সুইং মেশিন রয়েছে। তাঁদের কার্য দিবস ৮ ঘন্টা। এখন, যদি ফ্যাক্টরির ফর্মাল শার্টের অর্ডার আসে, যার প্রতিটির Standard Allowed Minute (SAM) ভ্যালু = ২৮ মিনিট এবং Efficiency = ৫৫% হয়, তাহলে;

    এখন, ফ্যাক্টরির Total Capacity Per Hour হবে (৩০০X৮) = ২৪০০ ঘন্টা।

    তাহলে এইখানে;

    Total Capacity Per Hour = ২৪০০ ঘন্টা
    Production Line Efficiency = ৫৫%
    Standard Allowed Minute (SAM) = ২৮ মিনিট।

    সুতরাং;
    প্রোডাকশন ক্যাপাসিটি = (Total Capacity Per Hour ✕ 60 ✕ Production Line Efficiency) ÷ Standard Allowed Minute (SAM)

    = (২৪০০ ✕ ৬০ ✕ ৫৫%) ÷ ২৮
    = ২৮২৮ পিস ফর্মাল শার্ট, যা কিনা আমরা ৮ ঘন্টার প্রতি শিফটে পাবো।

    তাহলে, ঐ ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি = ২৮২৮ পিস ফর্মাল শার্ট

    💠 Source: Apparel Manufacturing Technology by T. Karthik, P. Ganesan, D. Gopalakrishnan

    ✅ Writer information:

    Badhon Saha
    Institution: Primeasia University
    Batch: 181
    Technical News Coordinator (TES)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed