Saturday, January 4, 2025
Magazine
More
    HomeTextile Manufacturingবস্ত্র প্রকৌশলী মিঠুকে নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

    বস্ত্র প্রকৌশলী মিঠুকে নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন





    কাইয়ুম রাজু, ক্যাম্পাস প্রতিনিধি:

     

    গ্রীন লাইফ নীট কম্পোজিট(ওয়াশিং প্লান্ট) এ কর্মরত “ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান মিঠু” কে কর্মরত অবস্থায় তাহার মালিক কর্তৃক নির্মম ভাবে পৈচাশীক নির্যাতন করে হত্যা চেষ্টা এবং অফিসে বন্দী করে তার উপর অমানবিক অত্যাচার চালানোর প্রতিবাদে ১৩/০৫/১৯ ইং রোজ: সোমবার , সকাল ১১টার সময় টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে মানব বন্ধন এর আয়োজন করা হয়।

    বস্ত্র প্রকৌশলী মিঠুকে নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

     

    ক্যাম্পাসে বিদ্যমান রানিং ব্যাচের শিক্ষার্থীরা, শিক্ষকমহোদয় এবং স্টাফরা মানব বন্ধনে অংশগ্রহণ করে।




    মানববন্ধন কারীরা জানান, ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান মিঠু” কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সেটা বড়ো কথা নয়। তার পরিচয় একটাই – তিনি একজন “বস্ত্র প্রকৌশলী”। তাই সকল ব্যাচের শিক্ষার্থীরা একসাথে এই ন্যক্কারজনক ঘটনার তিব্র প্রতিবাদ জানাই ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি করে। যে কর্মকর্তা এবং শ্রমিকের ঘামে ও শ্রমে প্রতিষ্ঠানের বিকাশ ঘটে তাদেরকে পশুর মতন শারিরীক নির্যাতনকারী কখনো সুস্হ মানুষ হতে পারেনা। এরা সমাজ ও রাষ্ট্রের অসুখ। আসুন এদের প্রতিহত করি এবং ভবিষ্যতে আর কোন অমানুষ যাতে কখনোই কোন বস্ত্র প্রকৌশলীর গায়ে হাত তুলতে না পারে তার দৃশটান্ত মূলক নজির স্থাপন করি।



    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed