সম্প্রতি Textile engineer society ( TES )এর 2024 ক্যাম্পেইনে মেম্বার রিক্রুমেন্টে আবেদন করে সারাদেশব্যাপী ছড়িয়ে থাকা টেক্সটাইল পড়ুয়া শিক্ষার্থীরা!আর এর মধ্যে ছিলো ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ও আবেদন। বাইরের দুটো ক্যাম্পাস এর নাম
1. National Textile University Faisalabad Pakistan
2. ICT Mumbai Campus , India
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি একটি স্বতন্ত্র সংগঠন। এটি সারা দেশব্যাপী প্রায় ৩৫টির ও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একাডেমি এবং ইন্ডাস্ট্রির মেলবন্ধনের মূল লক্ষ্যে সংগঠনটি কাজ করে চলেছে।
B.Sc প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের স্টুডেন্টরা এপ্লাই করতে পারে ও টেক্সটাইল রিলেটেড কলেজগুলো মেম্বার হিসাবে এপ্লাই করতে পারে।নিজেকে জানা ,সুপ্ত প্রতিভাকে বিকশিত করা ,আত্মপ্রকাশ অর্থাৎ সবার সামনে নিজেকে তুলে ধরার ভয়কে জয় করার প্রতিযোগিতায় অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখার প্রচেষ্টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাথে যুক্ত হতে মূলত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করে।এবারের রিক্রুমেন্টে ৫০ টি ক্যাম্পাস থেকে মোট আবেদন করেছে ৬০০ জন শিক্ষার্থী!যেখানে ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোও ছিলো।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে “ক্যাম্পাস টিম মেম্বার” হায়ার করে তাদেরকে অনেক দিক থেকে প্রোডাক্টিভ করে তুলতে সাহায্য করা হয়। যেমনঃ◻️ কমিউনিকেশন স্কিল◻️পাবলিক স্পিকিং◻️ নেটওয়ার্কিং স্কিল◻️ কম্পিউটার স্কিল◻️ইন্ডাস্ট্রি বেসড রাইটিং◻️পারসোনাল ব্র্যান্ডিং◻️লিডারশীপ স্কিল◻️গ্রাফিক ডিজাইনিং স্কিল◻️কনটেন্ট রাইটিং ◻️ জার্নাল রাইটিং ◻️ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ◻️ম্যানেজমেন্ট স্কিল ইত্যাদি
Writer information
Lamia Akter sanzida ( GCAHS)
General member of TES