আগামী ২২ এপ্রিল বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। তার সঙ্গে ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ)সঙ্গে সমঝোতা স্মারক(এমওইউ)স্বাক্ষর হবে। রাশিয়া সহ ইউনিয়নের (রাশিয়া,বেলারুশ,ইউক্রেন,আজারবাইজান ও আরমেনিয়া)পাঁচটি দেশ রয়েছে।
গত ১০ এপ্রিল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্হায়(ডাব্লিউটিও)বাংলাদেশের ৫ম ট্রেড পলিসি রিভিউ সভার বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ২২ এপ্রিল এ চুক্তি অনুষ্ঠিত হবে। এছাড়াও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে এমওইউ স্বাক্ষর হবে।
এছাড়াও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য চুক্তি করার উদ্যোগ গ্রহণ করবেন। কারন ব্রাজিলে ২৫ কোটি মানুষের দেশ। ওখানে তৈরি পোশাকের বাজারের বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
মোঃ তানভীর হোসেন সরকার
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট