নিজস্ব প্রতিবেদক, আবিদা ফেরদৌসী।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর “বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব” এর ২০২১-২০২২ সেশনের নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এক্সিকিউটিভ কমিটিকে লিখিত অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্লাব এডভাইজর মনিরুজ্জামান রাসেল।
বিইউএফটি ক্যরিয়ার ডেভেলপমেন্ট ক্লাব এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এবার গঠিত হলো ২২ সদস্যের ষষ্ঠ এক্সিকিউটিভ কমিটি। নতুন এক্সিকিউটিভ কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ১৯১ ব্যাচের শিক্ষার্থী নাহিদ আহসান।
নতুন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দঃ
১. নাহিদ আহসান (প্রেসিডেন্ট)
২. মিনহাজুল ইসলাম সাগর (ভাইস প্রেসিডেন্ট-১)
৩. শেখ আব্দুল্লাহ আল হাসনাত (ভাইস প্রেসিডেন্ট-২)
৪. সানজিদা আফরিন ( জেনারেল সেক্রেটারি)
৫. মোসাদ্দিকুল হক উৎস (এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি)
৬. মোঃ নাফিস বিন হক সামিন (ট্রিজারার)
৭. সানজিদা আফসিন (আইটি সেক্রেটারি)
৮. মো: ইমতিয়াজ হোসেন ( ম্যানেজমেন্ট সেক্রেটারি)
৯. খালেদ বিন আলম জয় (অরগানাইজিং সেক্রেটারি)
১০. মোঃ সিফাত আহমেদ (হেড অব মার্কেটিং)
১১. নুর-ই-তাসনিম মালিহা (হিউম্যান রিসোর্স অফিসার)
১২. তাসনিম বিনতে নুর (উইমেন এফেয়ার্স)
১৩. তামান্না সুলতানা (পাবলিক রিলেশন অফিসার)
১৪. মোঃ সেলিম ইসলাম (এসিস্ট্যান্ট অরগানাইজিং সেক্রেটারি)
১৫. সাব্বির আহমেদ (এসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি)
১৬. আবিদা ফেরদৌসী (এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার)
১৭. শ্যামা সরকার তুলী (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)
১৮. মুবাশ্বির হাসান (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)
১৯. মোঃ তাওসীফ হোসাইন (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)
২০. ইয়ারুন সুলতানা অপি (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)
২১. উম্মে হাবীবা (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)২২. নুরে তাজনীন দোলা (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার)
প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি শিক্ষার্থীদের রিলেশনশিপ বিল্ডাপ, টিমওয়ার্ক, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিলসহ বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। যা একজন টেক্সটাইল শিক্ষার্থীর ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।