গত শনিবার এসকেটেক হাল্ট প্রাইজ সফলভাবে দ্বিতীয় অনলাইন কর্মশালার আয়োজন করে “কীভাবে একটি ব্যবসায়িক ধারণা তৈরি করবেন”
এই কর্মশালার সম্মানিত অতিথি ছিলেন জনাব ফরিদ আহমেদ এবং “হাল্ট প্রাইজ 19” এর আঞ্চলিক চূড়ান্তবিদ জনাব সৈকত তুর্জা দীপ।
এই কর্মশালায় তারা কীভাবে একটি নিখুঁত ব্যবসায়িক ধারণা তৈরি করবেন এবং বিচারক এবং দর্শকদের সন্তুষ্ট করতে অন ক্যাম্পাস ফাইনালে পিচটি কীভাবে তৈরি করবেন তা নিয়ে আলোচনা করেছেন।
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বারের মতো হাল্ট প্রাইজ অনুষ্ঠিত হচ্ছে তাই সকলের মধ্যে সব ধরনের প্রশ্ন ও উত্তর এবং তাদের এই চ্যালেন্জ নিয়ে যেনো কোনো ল্যাকিংস না থাকে তার জন্যই এই ওয়ার্কসপের আয়োজন করা হয়েছে। সকল টিম মেম্বার থেকে ওয়ার্কশপের পজিটিভ রিভিউ পাওয়া গেছে। সামনে এইরকম আরো ওয়ার্কশপের এর আয়োজন করা হবে।
আমাদের এই ওয়ার্কশপ থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ পাবে শেখার এবং business plan করতে পারবে।
একটা বিজনেস আইডিয়া কিভাবে করা যায় সেটা নিয়ে এই ওয়ার্কশপে এ আলোচনা করা হয়েছে।
সমস্ত প্রতিযোগী দলের সদস্য এবং আয়োজক সদস্যরা এই কর্মশালাটি উপভোগ করেছেন।
এ বিষয়ে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোক্তার হোসেন বলেন ” এই কর্মশালা গুলো আয়োজন করা হয়েছে সকল পার্টিসিপ্যান্টদের জন্য, যেন তারা এগুলো থেকে নিজেদের আরও ঝালিয়ে নিতে পারে এবং নিজেদের জানার পরিধি আরও বাড়াতে পারে।এই প্রশিক্ষণ গুলো করা হচ্ছে অনেক সুনামধন্য প্রশিক্ষক দ্বারা।
সামনে আরও কিছু ওয়ার্কশপের আয়োজন করবো আমরা।