সুজন সিকদার, ক্যাম্পাস প্রতিনিধি :
২০১৯ সালে ১৩ই ফেব্রুয়ারি স্প্রিং সিজনের B.Sc প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। TE,TEM,AMT,KMT,FDT,IE,ENGLISH, ব্বা ডিপার্টমেন্টের এর ১৯১ ব্যাচের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আনন্দমুখর পরিবেশে হয়ে গেল নবীন বরণ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি। এসময় তাকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন BUFT ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব মোজাফফর উ.সিদ্দিক। তিনি এসে তার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠান কে আরও আলোকিত করেছেন। আরও উপস্থিত ছিলেন বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ জনাব শফিউল ইসলাম মহীউদ্দীন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মি.ফারুক হাসান, এস এম মান্নান কচি,রিয়াজ বিন মোহামদ,মোহাম্মদ নাসির, সালাউদ্দিন আহমেদ, ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান প্রমুখ। টেকনিক্যাল ইউনিভার্সিটির কেমনিটজ (টিইউসি), ফেডারেল ইউনিভার্সিটি অফ নাইনরোড বিজনেস ইউনিভার্সিটি, জার্মানির ডিনস, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, লজিস্টিক হেড, প্রজেক্ট ডিরেক্টর, হেড প্রো, শিক্ষক ও প্রশাসনিক বিভাগের সকল প্রধান এবং বিইউএফটির অনুষদের সদস্য, কর্মকর্তা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রোগ্রামে মোট 1480 জন ফ্রেশার অংশ নিয়েছে। অনুষ্ঠানের শুরুতে অভিভাবক এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।এরপর সবাইকে নিজের আসন গ্রহণ করতে বলা হয়।অতিথিদের বক্তব্য শেষে তাদের লাঞ্চ বক্স দেয়া হয়।বিজিএমইএ এর শিক্ষক এবং সিনিয়রদের এমন অভ্যর্থনা পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই খুশি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের শুভকামনা জানানো হয়েছে।
[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]