Saturday, January 18, 2025
Magazine
More
    HomeIndustrial Calculationফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং-১

    [বেসিক টেক্সটাইল সিরিজ]ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং-১


    সুতা তৈরীর পরের ধাপ হলো ফ্যাব্রিক তৈরী । ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় মূলত পূর্ণাঙ্গ ফ্যাব্রিক তৈরী করা হয়ে থাকে । সাধারণত দুই ধরনের ফ্যাব্রিক দেখা যায়ঃ
    ক) ওভেন ফ্যাব্রিকঃ এই ধরনের ফ্যাব্রিক দুই সেট সুতার সমন্বয়ে তৈরী করা হয় । ওয়ার্প এবং ওয়েফট দুই ধরনের সুতার সেট । এই ওয়ার্প এবং ওয়েফট এর সুতার ইন্টারল্যাসমেন্ট এর মাধ্যমেই মূলত ওভেন ফ্যাব্রিক প্রস্তুত করা হয় ।
    খ) নিট ফ্যাব্রিকঃ এই ধরনের ফ্যাব্রিক এক সেট সুতার ইন্টারলুপিং এর মাধ্যমে তৈরী করা হয় । এক সেট সুতা হতে হবে হয় ওয়ার্প সুতা অথবা ওয়েফট সুতা ।
    ওভেন এবং নিট ফ্যাব্রিক তৈরী করার প্রক্রিয়াই মূলত ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং । এই সিরিজে আমরা এসব প্রক্রিয়ার বিস্তারিত জানবো ।


    ✅উইভিং প্রিপারেটরী প্রসেস (Weaving Preparatory Process)
    এই প্রক্রিয়ায় ওভেন ফ্যাব্রিক তৈরী করা হয় । ওভেন ফ্যাব্রিক তৈরীর ধাপসমূহ হলো
    ১) ওয়াইন্ডিং

    ২) ওয়ার্পিং

    ৩) সাইজিং

    ৪) লুম (উইভিং) ।


    ১) ওয়াইন্ডিং (Winding):
    উইভিং প্রিপারেশন প্রক্রিয়ার খুবই গুরুত্বপুর্ণ একটি ধাপ হলো ওয়াইন্ডিং । এই প্রক্রিয়ায় মূলত ববিন, রিং, হ্যাঙ্ক থেকে সুতাসমূহকে সুবিধামত প্যাকেজে স্থানান্তর করা হয় । ওয়ার্প এর সুতাসমূহকে কোন, চিজ, ফ্ল্যাঞ্জ ববিন প্যাকেজে এবং ওয়েফট এর সুতাসমূহকে পার্ণ, কোপ প্যাকেজে রুপান্তর করা হয় ।


    ✅উদ্দেশ্যঃ

    ১) সুতাসমূহকে সুবিধাজনক প্যাকেজে স্থানান্তর করা হয় ।

    ২) সুতায় কোন অপদ্রব্য থাকলে তা দূর করা হয় ।

    ৩) সুতার গুনগত মান বৃদ্ধি করা হয় ।

    ৪) সুতাসমূহকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয় ।

    ৫) সুতার প্রান্ত ভেঙে যাওয়া রোধ করে ।


    ✅ওয়াইন্ডিং এর প্রকারভেদঃমূলত দুই ধরণের ওয়াইন্ডিং হয়ে থাকে
    ক) প্রেসিশন ওয়াইন্ডিং:এই প্রক্রিয়ায় প্যাকেজে সুতার ঘূর্ণণসমূহ সমান্তরাল অথবা প্রায় সমান্তরাল হয়ে থাকে । এই ধরণের প্যাকেজের শক্তি ও স্থায়িত্ব কম হয়ে থাকে তবে প্যাকেজটি ঘন হয় ।
    খ) নন-প্রেসিশন ওয়াইন্ডিং:এই প্রক্রিয়ায় সুতার ঘূর্ণণসমূহ হেলিক্স কোণে রাখা হয় এবং একটিমাত্র কয়েল ব্যাবহার করা হয় । এই ধরণের প্যাকেজের ঘনত্ব কম তবে শক্তিশালী এবং দীর্ঘ স্থায়িত্ববিশিষ্ট ।


    ✅ওয়াইন্ডিং প্যাকেজ এর প্রকারভেদঃ
    ক) সমান্তরাল ওয়াইন্ডিং প্যাকেজ (Parallel Winding Package):সুবিধাঃ ১) একত্রে অনেকগুলো সুতা জড়ানো সম্ভব ।২) ট্রাভার্সিং ক্রিয়ার কোন প্রয়োজন হয় না ।৩) ইয়ার্ণ টুইস্ট এর কোন পরিবর্তন হয় না ।৪) প্যাকেজটির স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয় ।
    অসুবিধাঃ১) প্যাকেজের দুই পাশেই ফ্ল্যাঞ্জ এর প্রয়োজন হয় ।২) প্যাকেজ আনওয়াইন্ডিং এর সময় আলাদা প্রক্রিয়ার দরকার হয় ।
    উদাহরণঃ ওয়ার্প বীম এবং ওয়েভার্স বীম ।
    খ) প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং প্যাকেজ (Near Parallel Winding package):

    সুবিধাঃ

    ১) কোনপ্রকার ফ্ল্যাঞ্জ এর প্রয়োজন হয় না ।

    ২) ইয়ার্ণ টুইস্ট এর কোন পরিবর্তন হয় না ।


    অসুবিধাঃ

    ১) এসব প্যাকেজের স্থায়িত্ব কম হয় ।
    উদাহরণঃ পার্ণ এবং কোপ ।


    ৩) ক্রস ওয়াইন্ড প্যাকেজ (Cross Winding package)

    সুবিধাঃ১) কোন ফ্ল্যাঞ্জ এর প্রয়োজন হয় না ।

    ২) প্যাকেজ শক্তিশালী এবং দীর্ঘ স্থায়িত্ব বিশিষ্ট ।
    অসুবিধাঃ

    ১) ইয়ার্ন টুইস্ট এর পরিবর্তন হয় ।

    ২) ট্রাভার্সিং প্রক্রিয়ার প্রয়োজন হয় ।
    উদাহরণঃ কোণ, চিজ, স্পুল ইত্যাদি ।


    ওয়াইন্ডিং এ ব্যাবহৃত মেশিনসমূহঃ
    ১) ওয়াইন্ডিং এর ভিত্তিতে দুই ধরনের মেশিন দেখা যায়ঃ

    ক) প্রেসিশন ওয়াইন্ডিং মেশিন ।

    খ) নন-প্রেসিশন ওয়াইন্ডিং মেশিন ।


    ২) প্যাকেজের ধরণের ভিত্তিতে পাঁচ ধরনের মেশিন দেখা যায়ঃ

    ক) কোণ ওয়াইন্ডিং মেশিন ।

    খ) কোপ ওয়াইন্ডিং মেশিন ।

    গ) পার্ন ওয়াইন্ডিং মেশিন ।

    ঘ) চিজ ওয়াইন্ডিং মেশিন ।

    ঙ) ফ্ল্যাঞ্জ ববিন ওয়াইন্ডিং মেশিন ।


    ৩) ড্রাইভ এর ভিত্তিতে দুই ধরনের মেশিন দেখা যায়ঃ

    ক) ডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন ।

    খ) ইনডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন ।


    ✅ওয়াইন্ডিং প্রক্রিয়ার সহায়ক কার্যক্রমঃ


    ১) ডফিং: যে সকল প্যাকেজে এ সুতাভর্তি করা হয়েছে সেই সকল প্যাকেজ সরিয়ে সেই জায়গা খালি প্যাকেজ দিয়ে পূর্ণ করার যে প্রক্রিয়া তাই ডফিং নামে পরিচিত ।


    ২) ক্রিলিং: যে সকল প্যাকেজ হতে সুতা অপসারন করা হয়েছে সেই সকল প্যাকেজ সরিয়ে সেই জায়গায় সুতাভর্তি প্যাকেজ স্থানান্তর এর প্রক্রিয়াই ক্রিলিং নামে পরিচিত ।


    ৩) পিসিং: এই প্রক্রিয়ায় মূলত সুতার শেষ প্রান্ত খুজে বের করা হয় এবং তা প্যাকেজের সাথে যুক্ত করা হয় ।


    ✅ওয়াইন্ডিং ক্যালকুলেশনঃ
    ক) কটন এর ক্ষেত্রেঃ

    ১) প্রতি ঘন্টায় উৎপাদন (পাউন্ড/ঘন্টা) = (ওয়াইন্ডিং ড্রাম এর পৃষ্ঠের গতি (ইয়ার্ড/মিনিট) × ৬০ × ড্রামের সংখ্যা × দক্ষতা × বর্জ্য ) / ৮৪০ * ইয়ার্ণ কাউন্ট

    ২) প্রতি ঘন্টায় উৎপাদন (পাউন্ড/ঘন্টা) = (প্রতি স্পিন্ডল এ ইয়ার্ণ এর পরিমাণ (ইয়ার্ড/মিনিট) × ৬০ × স্পিন্ডল এর সংখ্যা × বর্জ্য) / ৮৪০ × ইয়ার্ণ কাউন্ট


    খ) জুট এর ক্ষেত্রেঃ
    ১) প্রতি ঘন্টায় উৎপাদন (পাউন্ড/ঘন্টা) = (ওয়াইন্ডিং রোলার এর পৃষ্ঠ গতি (ইঞ্চি/মিনিট) × ৬০ × ইয়ার্ণ কাউন্ট × স্পিন্ডল এর সংখ্যা × দক্ষতা) / ৩৬ × ১৪৪০০


    গ) টেক্স সিস্টেম এর ক্ষেত্রেঃ
    ১) প্রতি ঘন্টায় উৎপাদন (গ্রাম/ঘন্টা) = (ওয়াইন্ডিং রোলার এর পৃষ্ঠ গতি (সেমি/মিনিট) × ৬০ × ইয়ার্ণ কাউন্ট × স্পিন্ডল এর সংখ্যা × দক্ষতা ) / ১০০ × ১০০০


    পরের পর্বে ওয়ার্পিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।


    📝Writer: Tanjidur Rahman Sakib

    Department of Apparel Engineering

    Sheikh Kamal Textile Engineering College

    Email: [email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed