গত ৫ ও ৬ জুলাই ২০২২ রাত ৯:৩০-১১:০০ টায় সিটেক ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Basic knowledge on Merchandising” শীর্ষক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রূপ এর সিনিয়র মার্চেন্ডাইজার জনাব ফেরদৌস আহমেদ ।
ভার্চুয়াল এই ওয়ার্কশপে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর চলমান ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের ষাটজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত ওয়ার্কশপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিটেক ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি ও ১১তম ব্যাচের শিক্ষার্থী শাহজাহান সিরাজ।
দু’দিনব্যাপী উক্ত ওয়ার্কশপে টেক্সটাইল মার্চেন্ডাইজিং এর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তন্মধ্যে-
• What is Merchandising & Who is Merchandiser?
• Types of Merchandising & Qualities of a Good Merchandiser.
• Role of Merchandiser in GMT Business.
• What is Order Sheet/ PO sheet/ Tech Pack & How to analyze it.
• Strike- Off, Lab-Dip, TNA, SMV, CM, BOM, Running Shade, Trimmings & Accessories.
• Common knitting, Dyeing, Sewing Faults of fabric.
• Definition & Types of Samples, Test, Washing, Embroidery.
• GSM, GSM VS Count, Costing & Consumption.
• Booking & Follow-up, Communication & Relation buildup with all Dept. etc. বিশেষভাবে উল্লেখ্যযোগ্য।
প্রতিদিনের মূল আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের নানা অজানা বিষয়ে আলোচনা করা হয়। জনাব ফেরদৌস আহমেদ মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা প্রদান করেন ।
সমাপনী অংশে সিটেক ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট জনাব নাজিম উদ্দিন এর বক্তব্যের মধ্য দিয়ে ওয়ার্কশপটির সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে তিনি টেক্সটাইল এর মৌলিক বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও ওয়ার্কশপ আয়োজন করার ইচ্ছা পোষণ করেন এবং সকল প্রোগ্রামেই দেশের সকল ক্যাম্পাসের টেক্সটাইল পড়ুয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উন্মুক্ত সুযোগ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্ট প্রস্তুতকারক:
মোহাম্মদ আলী সরকার শামীম,
শিক্ষার্থী (১৪তম ব্যাচ, সিটেক)