Thursday, November 21, 2024
Magazine
More
    HomeBusinessমিশরে স্থাপিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ফ্যাক্টরি

    মিশরে স্থাপিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ফ্যাক্টরি

    গত বছরের জুলাই মাসে, মিশরের আল-মহল্লা আল-কুবরা নামক শহরে প্রায় ৬২,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নতুন স্পিনিং কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করা যায়, এটি হবে বিশ্বের বৃহত্তম স্পিনিং কারখানা। কারখানাটিতে থাকবে প্রায় ১৮২,০০০টিরও বেশি স্পিনিং চাকা, যাদের দৈনিক গড় উৎপাদন ক্ষমতা হবে ৩০ টন ইয়ার্ন।

    কারখানা তৈরিতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৭৭ মিলিয়ন মার্কিন ডলার এবং সম্পন্ন হতে সময় লাগবে আনুমানিক ১৪ মাস। তবে করোনা মহামারী রূপ নেয়ার এর নির্মাণাধীন সময় বিলম্ব হবে বলে জানিয়েছে মিশরের বেশ কয়েকটি স্থানীয় প্রকাশনা। সেই হিসেবে ধারণা করা যায় ২০২২ সালের মার্চের দিকে নির্মাণ কাজ সমাপ্ত হতে পারে।

    ফ্যাক্টরিটির উন্নয়ণ পরিকল্পনায় যুক্ত আছে ২৩টি স্পিনিং, ওয়েভিং, ডায়িং এবং প্রসেসিং সংস্থা। সাথে যুক্ত আছে ৯টি কটন ট্রেড ও জিনিং সংস্থা এবং বাকি ১০টি সংস্থার কাজ হলো বর্তমান উৎপাদন ক্ষমতাকে তিন গুণ করা এবং মার্কেটিং প্রতিযোগিতায় সার্বক্ষণিক নিযুক্ত থাকা‌।

    কটনও টেক্সটাইল শিল্পকে পুনরুজ্জীবন দেয়ার ক্ষেত্রে এটি খুবই যুগান্তকারী পদক্ষেপ‌। গত কয়েক দশক ধরে সবাই অবহেলা দৃষ্টিতে দেখলেও এটি বর্তমানে মিশরের অন্যতম বড় সরকারি কর্মসূচির আয়ত্তাধীন, যা খুবই প্রশংসনীয়।

    Writer Information:


    Tazim Sultana Nandita
    Ahsanullah University of Science and Technology (AUST)
    Dep. of Textile Engineering (Batch-40)
    1st year 2nd semester

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed