Sunday, December 22, 2024
Magazine
More
    HomeFiberমেটালিক ফাইবারের অতীত বর্তমান

    মেটালিক ফাইবারের অতীত বর্তমান

    রাজা বাদশাহ দের অভিজাত জীবন যাপনের গল্প আমরা কে না শুনেছি, তাদের ব্যবহৃত সোনা রূপার আসবাব, সোনায় মোড়ানো কাপড়ের গল্প কতই না শুনেছি। আজ বলব সেই সোনা মোড়ানো কাপড়ের গল্প।

    মেটালিক ফাইবারের ইতিহাস ৩০০০ বছরেরও পুরানো। এটিই মানুষের তৈরী করা প্রথম সিন্থেটিক ফাইবার। ৩০০০ বছর পূর্বে সিন্থেটিক ফাইবার হিসেবে নাইলন বা রেয়ন নয় বরং ব্যাবহার করা হতো সোনা বা রূপা। সেই সময় পারস্য, ভারতীয় উপমহাদেশ এবং মিশরে এ ফাইবারের ব্যাবহার ছিল। খুবই সুক্ষ সোনা বা রূপার ফিতাকে কটন বা রেশমের সূতার উপর জড়ানো হতো এবং এই সুতা দ্বারা রাজ পরিবার ও আভিজাত সম্প্রদায়ের  মানুষের পরিধেয় বস্ত্র তৈরি করা হতো। এধরনের বস্ত্রকে “Cloth of GOLD” বা “সোনার বস্ত্র” বলা হতো। তাছাড়াও পরিধেয় বস্ত্রের উপর সুক্ষ সোনা বা রূপার ফিতা দ্বারা নকশা করা হতো। ভারতীয় উপমহাদেশে এটিকে “জরির কাজ” বলা হতো।

    কিন্তু বর্তমান সময়ে টেক্সটাইল শিল্পে মেটালিক ফাইবার হিসেবে আর সোনা রূপার ব্যাবহার হয় না। আধুনিক মেটালিক ফাইবার প্রথম সকলের সামনে আসে ১৯৪৬ সালে তখন থেকে এলুমিনিয়ামকেই মেটালিক ফাইবার তৈরীর উপাদান হিসেবে ব্যাবহার করে আসা হয়েছে কিন্তু ইদানীং স্টেইনলেস স্টিল ব্যাবহার বেশি লক্ষ করা যায় তাছাড়াও নিকেল, টাইটেনিয়াম, কপার ব্যাবহার করা হয়ে থাকে।

    বর্তমান সময়ে মেটালিক ফাইবার বলতে আমরা বুঝি একটি সিন্থেটিক ফাইবার যাতে ফাইবার তৈরির পদার্থ হল যে কোনও ধাতু বা প্লাস্টিকের প্রলেপ যুক্ত ধাতু বা ধাতব প্রলেপ যুক্ত প্লাস্টিক বা সম্পূর্ণ ধাতু দ্বারা আবৃত একটি কোর।

    বর্তমান সময়ে মেটালিক ফাইবারের ব্যবহার :

    ★ তাপ-প্রতিরোধী টেক্সটাইল উপকরণ হিসেবে মেটালিক ফাইবার ব্যাবহার করা হয়

    ★ এয়ার ক্রাফটের হাইড্রোলিক সিস্টেমের হাইড্রোলিক ফ্লুইড ছাঁকার কাজে মেটালিক ফাইবার শিট ব্যবহার করা হয়।

    ★ এয়ারক্রাফট এর পাওয়ার ইউনিটের শব্দের তীব্রতা কমানোর জন্য কেবিনের চারপাশে মেটালিক ফাইবারের শিট ব্যাবহার করা হয়

    ★ মেটালিক ফাইবার ফিল্টার সামুদ্রিক জ্বালানী করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

    ★মেটালিক ফাইবারের শিট ব্যাবহার করে Electromagnetic Interference (EMI) থেকে রক্ষা পাওয়া সম্ভব

    অতীতে কেবল মূল্যবান বস্ত্র তৈরীরে মেটালিক ফাইবার ব্যাবহার করা হলেও বর্তমান সময়ে বহুমুখী কাজে ব্যবহার করা হচ্ছে। তাই বলা যায় মানুষের তৈরি প্রথম কৃএিম ফাইবারের ব্যাবহারে পরিবর্তন আসলেও এই ফাইবার টেকনিকাল টেক্সটাইল এ অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।

    Information Sources :

    www. wikipedia .org
    www. technicaltextile .net
    www. britannica .com
    www. sciencedirect .com
    www. bekaert .com

    Writer information:

    Ashik Mahmud
    Department of Textile Engineering
    National Institute of Textile Engineering & Research 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed