লাবিবা সালওয়া ইসলাম, প্রতিবেদক (নিটার)
ঢাকার অদূরে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ ইন্ট্রা রিসার্চে অনুদানের বিষয়টি ইতোমধ্যে সকলের নজর কেড়েছে। রিসার্চে প্রপোজাল উত্থাপন করে উক্ত ইন্সটিটিউটের পাঁচজন শিক্ষক অনুদান পেয়েছেন।
গত ৫ই আগস্ট রোজ শনিবার নিটারের কনফারেন্স রুমে গবেষণায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ফেলোশিপ চেক তুলে দেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
গবেষণায় অনুদান প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন বিভাগের প্রভাষক মো. দিদারুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. আবুল কালাম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সহকারি অধ্যাপক এবং প্রধান উম্মে সারা, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক মো. বোরহান উদ্দিন বান্না ও তানজিনা রিফাত টুম্পা। শিক্ষকেরা আগামি এক বছর সিআরআইআর এর তত্ত্বাবধানে প্রস্তাবিত গবেষণার কাজ সম্পন্ন করবেন। পাশাপাশি কো-ইনভেস্টিগেটর হিসেবে আরো কয়েকজন শিক্ষক নিযুক্ত থাকবেন
উক্ত অনুষ্ঠানে নিটারের পরিচালক অধ্যাপক জোনায়েবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার সবুক্তাগীন, ডিপার্টমেন্ট অফ ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর রায়হান আহমেদ প্রমুখের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিটার কর্তৃপক্ষ পুরো ব্যাপারটিতে বেশ উৎসুক ভূমিকা পালন করেছে। পাশাপাশি নিটারের শিক্ষার্থীরা বলেছে – তারা বেশ আনন্দিত। ভবিষ্যতে রিসার্চার হওয়ার প্রতি তাদের ঝোঁক বাড়ছে। এমন উদ্যোগ তাদের আরো বেশি অনুপ্রাণিত করবে।
বাস্তবিক সমস্যার সমাধান দেয়ার এই তাড়নায় শিক্ষকদের নিউরনের প্রতিটি অনুরণনই জন্ম দিবে নিত্য নতুন গবেষকের। বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো বহুবছর আগে এজন্যই হয়তো বলেছিলেন “প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।” বিভিন্ন দেশের নানান বিষয়ের গবেষকদের মধ্য বাংলাদেশি গবেষক ড. আশরাফ দেওয়ানসহ অনেকেই বিশেষ সুনাম অর্জন করছেন। আশা করা যায়, শীঘ্রই প্রস্তাবিত গবেষণার হাত ধরে নিটারের শিক্ষকবৃন্দ বিশ্বের দরবারে সমাদৃত হবেন।