বস্ত্র বা কাপড়কে পরিকল্পনা অনুযায়ী বেঁধে রং করাকে টাই ডাই বলে। এ পদ্ধতিতে কাপড় বেঁধে রং এর দ্রবণে ডুবানো হয়। একাধিক রং করার ক্ষেত্রে প্রথমে কাপড়টিকে বেঁধে হালকা রং এ ডোবাতে হবে এবং বাঁধা অবস্থায় শুকিয়ে গেলে আবার বেঁধে গাঢ় রং এর দ্রবণে ডোবাতে হবে। একাধিক রং করার ক্ষেত্রে হালকা থেকে গাঢ় রং ব্যবহার করতে হয়।
উপকরণ :
১) একটি বড় গামলা বা বালতি
২) একটি মগ
৩) বড় চামচ- ১টি
৪) ছোট চামচ- ২টি
৫) প্লাস্টিকের বাটি- ২টি
৬) সসপ্যান- ১টি
৭) চুলা
৮) ভ্যাট রং তৈরির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ।
বাঁধার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম:
১) সুতা ২) সুঁই ৩) দিয়াশলাইয়ের কাঠি ৪) ছোট পুঁতি, ৫) পাথর ৬) পয়সা ৭) পেন্সিল,রাবার,স্কেল ।
ভ্যাট রং তৈরির উপকরণ:
১. ভ্যাট রং ১/৪ তোলা
২. কস্টিক সোডা বা কাপড় কাচার সোডা ১ তোলা
৩. হাইড্রোস ২ তোলা
৪. কাপড় ১ গজ
টাই ডাই করার পদ্ধতি:
১) ম্যাচের কাঠির মাথা কিংবা পুঁতি বা পয়সা ইত্যাদির সাহায্যে পরিকল্পনা মতো নকশা করার জন্য কাপড়ের ভিতরে পুঁতি/পয়সা কিংবা ম্যাচের কাঠি রেখে উপরে কাপড় শক্ত করে বাঁধতে হবে।
২) একটি হাঁড়িতে পানি গরম করে বাঁধা কাপড়টি ডোবাতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কাপড়টি সম্পূর্ণ ডুবে যায়।
৩) একটি বাটিতে গরম পানি দিয়ে তাতে রং গুলাতে হবে।
৪) আলাদা আলাদা দুটি গরম পানির হাঁড়িতে কস্টিক সোডা ও হাইড্রোস গুলিয়ে নিতে হবে।
৫) বাঁধা কাপড়টি ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়ে রংয়ের হাঁড়িতে ডোবাতে হবে।
৬) কম আঁচে ১০ মিনিট কাপড়টি রংয়ের হাঁড়িতে ফোটাতে হবে।
৭) সম্পূর্ণ কাপড়ে রং লাগার জন্য কাপড়টি মাঝে মাঝে এপিঠ ওপিঠ করে নাড়াতে হবে।
৮) রং এর হাঁড়ি থেকে কাপড়টি উঠিয়ে হালকা চাপ দিয়ে বাঁধা অবস্থায় ছায়ায় শুকাতে হবে।
৯) ভালোভাবে শুকানোর জন্য কাপড়টিকে ২-৩ দিন হালকা রোদে বা ছায়ায় মেলে দিতে হবে।
১০)সম্পূর্ণ শুকালে বাঁধা অবস্থায় সাবান পানিতে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
১১)কাপড়টি শুকানোর পর বাঁধন খুললে নকশাটি দেখা যাবে।
Maymuna Akter
Government College Of Applied Human Science
General Member of TES