Friday, November 15, 2024
Magazine
More
    HomeCampus Newsশিল্পখাতে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে নিটার: শিক্ষা উপমন্ত্রী

    শিল্পখাতে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে নিটার: শিক্ষা উপমন্ত্রী

    রোববার সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এ কথা বলেন। শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠারও আহ্বান জানান তিনি।

    বস্ত্র শিল্পে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে শিল্পখাতে চতুর্থ শিল্প বিপ্লবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) নেতৃত্ব দেবে বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

    তিনি বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে, সারা বিশ্বেই এখন তোমাদের বাজার। কিভাবে নিজেকে নানান ক্ষেত্রে দক্ষ করা যায়, সেই চেষ্টা করতে হবে। নিজেকে কর্ম উপযোগী করার জন্য নির্দিষ্ট পড়াশোনার বাইরে অন্য যেকোনো দক্ষতামূলক পড়াশোনার কোনো বিকল্প নাই। যখনই পরিবর্তন আসবে, তখনই আমরা যেন তাতে মানিয়ে নিতে পারি।

    রোববার সাভারে নিটারের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহের দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

    রোববার সাভারে নিটারের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহের দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

    নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটটির গভর্নিং বডির সভাপতি ও বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

    নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটটির গভর্নিং বডির সভাপতি ও বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

    এদিন উপমন্ত্রী নিটারে নতুন চালু হওয়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্সের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed