Sunday, December 22, 2024
Magazine
More
    HomeCampus Newsশ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৯

    শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৯

    রাসেল হোসেন (ক্যাম্পাস প্রতিনিধি)

    স্টেক স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত স্টেক মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর প্লেয়ার ড্রাফট ১৬ই এপ্রিল ক্যাম্পাস এ অনুষ্টিত হয়।

    প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান এর উদ্ভোধন করেন অত্র কলেজের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব মোঃঠাকুর আলাউদ্দিন স্যার।সম্মানিত স্যার,স্পোর্টস ক্লাব এর সকল সদস্য, সকল টিম ম্যানেজার ও খেলোয়াড়গন অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন।সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে ৬টি টিমে ভাগ করা হয়।

    ৬টি টিমের ক্যাপ্টেন গন হল ৪র্থ বর্ষের রাসেল, রাফি,উদয়,আরিফ,সজিব ও ফাহাদ। প্রতিটি টিম এ ৯জন করে প্লেয়ার থাকবে। ৬ জন মাঠে নামবে ও ৩ জন সাব প্লেয়ার হিসেবে থাকবে।৬টি টিমের ক্যাপ্টেন গন নিজেদের মধ্যে করমর্দন এর মাধ্যমে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান শেষ করেন। শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (স্টেক)এর শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও অনেক পারদর্শী। উক্ত টুর্নামেন্টটি কলেজ ক্যাম্পাস এর সামনের মাঠে অনুষ্টিত হবে এবং আয়োজনে থাকবে স্টেক স্পোর্টস ক্লাব ও কো স্পন্সর হিসেবে থাকবে এ আই টেক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed