Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeCampus News"সিটেকে ধূমপান ও মাদকমুক্ত করণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত "

    “সিটেকে ধূমপান ও মাদকমুক্ত করণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত “

    আজ ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ❝ধূমপান ও মাদকমুক্ত করণে❞ একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন স্যার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক জনাব মোঃ সাইফুল ইসলাম স্যার, জনাব আবীর অধিকারী স্যার ও জনাব অরবিন্দু সাহা স্যারসহ অন্যান্য কর্মকর্তাগণ।

    উক্ত সচেতনতামূলক সভায় বক্তারা ধুমপান ও মাদকের কুফল শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। আলোচনায় অধ্যক্ষ মহোদয় বলেন, ” সিগারেট হচ্ছে মাদকাসক্তির চাবি, এর দ্বারাই নেশা ও খারাপ কাজের সূচনা হয়”।

    শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন একাদশ ব্যাচের নাজিম উদ্দিন ও আরিফুল ইসলাম, দ্বাদশ ব্যাচের সাহাল সিদ্দিকী এবং চতুর্দশ ব্যাচের প্রান্ত হোড়।

    তারাও ধূমপান ও মাদক নির্মূল করণে তাদের মতামত প্রদান করেন। এছাড়াও উক্ত সভায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় হয়।

    লিখা: ইয়াসির আরাফাত রিমন, শিক্ষার্থী (১২তম ব্যাচ)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed