টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগন্জ, চট্টগ্রাম এর শিক্ষার্থীদের সম্বন্বয়ে ” Workshop on Computer Basic Knowledge based on Textile Industry Application ” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সিটেক ক্যারিয়ার ক্লাব।
ওয়ার্কশপের প্রশিক্ষক হিসেবে ছিলেন অত্র কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।
টেক্সটাইল শিল্প-কারখানাগুলোতে চাকুরি করার নিমিত্তে কম্পিউটারের যেসকল বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করা প্রয়োজন, সে বিষয়ে মৌলিক আলোচনা করা হয়েছে।
এরপাশাপাশি বিভিন্ন অফিস কার্যক্রমে কম্পিউটার বেসড সফটওয়্যারের প্রায়োগিক দিক সম্পর্কে প্রেজেন্টেশান দিয়ে শিক্ষার্থীদের মাঝে এব্যাপারে দক্ষতা অর্জনের আগ্রহকে আরো ত্বরান্বিত করেছেন।
ওয়ার্কশপের প্রথম ক্লাস গত ২৪ নভেম্বর ২০২১ ইং রাতে কলেজের ছাত্রাবাসে অনুষ্ঠিত হয়।
সিটেক ক্যারিয়ার ক্লাবের উদ্যেগে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো আয়োজন করা হবে।
লেখা: নাজিম উদ্দিন, প্রেসিডেন্ট, সিটেক ক্যারিয়ার ক্লাবA