Friday, November 15, 2024
Magazine
More
    HomeTechnical Textileসোনালি আশঁ উন্নয়নে আসছে ১০ হাজার কোটি টাকার তহবিল

    সোনালি আশঁ উন্নয়নে আসছে ১০ হাজার কোটি টাকার তহবিল

    মোঃ তানভীর হোসেন সরকার। নিজস্ব প্রতিবেদক

     

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাটশিল্পের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠায় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে এ খবর।

     

    দেশের প্রায় ৪ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পাট শিল্পের সাথে জড়িত। কিন্তু বর্তমানে পাটশিল্প চরম দুরবস্তায় রয়েছে। এ জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পাটশিল্পের বকেয়া ঋণ ব্লক হিসেবে স্হানান্তর ও নবায়নকৃত ঋণ হিসেব থেকে উত্তোলন সুবিধার সিদ্ধান্ত নেয়।

    এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করে।

    প্রজ্ঞাপনে ঋণ খেলাপি পাট ব্যবসায়ীরা আগের ঋণ আদায় না করে তাদের বকেয়া ঋণ ‘ব্লক ‘সুবিধা দিয়ে পরিশোধের জন্য ১০ বছর সময় বাড়িয়েছে সরকার। একই সঙ্গে ঋণখেলাপি পাট ব্যবসায়ীদের জন্য নতুন করে ঋণ দেওয়ার বিধান রাখা হয়েছে।

     

    অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,এর আগে ব্লক সুবিধা নেওয়া ঋণ গ্রহীতার এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়ম ও খেলাপি হয়েছে, তাদেরও এই সুবিধার আওতাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে। আরও বলা হয়েছে ব্লক অ্যাকাউন্টে স্হানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড সহারে সুদ আরোপ করতে হবে।

     

    অর্থাৎ পরিশেষে আশার আলো জাতী দেখতেই পারে কেননা যদি এ ফান্ড গঠন হয় এবং তৃণমূল পর্যায় পর্যন্ত এর সুধিবা পৌছে তবে দেশে পাটের সোনালি সু-দিন আবার ফিরে আসবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed