ফয়সাল আহমেদ , ৬ষ্ঠ ব্যাচ, নিটার
ব্লো–রুম
যেখানে বায়ু প্রবাহের দ্বারা ফাইবারকে এক মেশিন থেকে পরবর্তী মেশিনে স্থানান্তরিত করা হয় এবং বায়ু প্রবাহ ও বিটারের সাহায্যে ফাইবার গুচ্ছকে ওপেনিং ,ক্লিনিং,মিক্সিং,ব্লেন্ডিং করে সুষম ল্যাপ বা ম্যাট তৈরি করা হয় তাকে ব্লো–রুম বলে ।
ফাইবার থেকে ইয়ার্ন তৈরির প্রথম প্রসেস টা করা হয় ব্লো–রুমে। ব্লো-রুমের ইনপুট Bale আউটপুট Lap।
ব্লো–রুমের উদ্দেশ্য গুলো হলোঃ
১। ফাইবার ওপেন করা।
২। ফাইবার পরিস্কার করা।
৩। ফাইবার মিক্সিং ও ব্লেন্ডিং করা।
৪। ইউনিফর্ম ল্যাপ শিট তৈরি করা।
মিক্সিং ঃ
যখন বিভিন্ন গ্রডের একই ধরনের ফাইবার একইসাথে রাখা হয় তখন তাকে মিক্সিং বলে। যেমনঃ ৫০% চার মাইকের কটন + ৫০% পাঁচ মাইকের কটন।
ব্লেন্ডিং ঃ
যখন একই বা বিভিন্ন গ্রেডের ফাইবারের সাথে বিভিন্ন ধরনের ফাইবার রাখা হয় তখন তাকে ব্লেডিং বলে। যেমনঃ পলিয়েস্টার কটন(PC), চিফ ভ্যালু কটন(CVC)
ফাইবার মিক্সিং ও ব্লেন্ডিং করার উদ্দেশ্যঃ
১। ইউনিফর্ম কোয়ালিটি অর্জন করা।
২। প্রসেসিং পার্ফোম্যান্স ইমপ্রোভ করা।
৩। উৎপাদন খরচ কমানো এবং নিয়ন্ত্রন করা।
৪। সুতা তৈরির জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য প্রদান করা।
ব্লো–রুম মেশিনের সিকুয়েন্স সমূহঃ
China Blowroom M/C Sequence | Trutzcsler Blowroom M/C Sequence | Rieter Blowroom M/C Sequence |
Auto Bale Opener
¯ Automatic Blender ¯ Step Cleaner ¯ Axi-Flow opener ¯ Porcupine Opener ¯ Hopper Feeder ¯ Scutcher |
Blendomate
¯ Condencer ¯ CL-P ¯ SP-EM ¯ MX-I ¯ CL-C3 ¯ SP-F ¯ Chutefeed |
Uniflock
¯ Uniclean ¯ Unimix ¯ Uniflex ¯ Condenser ¯ Chutefeed |
ব্লো–রুমের যেসকল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবেঃ
১। Number of opening m/c
২। Types of beater
৩। Beater speed
৪। Production rate of individual m/c
৫। Fiber micro hair
৬। Types of grid & grid setting
৭। Position of the m/c in sequence
৮। Amount of trash in the material
৯। Temperature & relative humidity
ব্লো–রুমের এ্যাকশন সমূহঃ
১। The action of opposite spikes
২। Beater & grid bar action
৩। Pneumatic action
৪। Regulating action
Beating Point:
ব্লো-রুম লাইনের যেসকল মেশিনে Beater এবং Grid bar থাকে সেই মেশিনগুলিকে Beating Point বলে।
কয়েকটি Beater এর নাম হলোঃ
১। Step Cleaner
২। Porcupine Beater
৩। Krishner Beater
৪। Two or three bladed Beater
৫। Pin Beater
Grid:
Grid হচ্ছে Segment Shaped Device যা ওপেনিং রোলার এর নিচে লাগানো থাকে।
Grid এর কাজ হচ্ছে ফাইবার ওপেন হওয়ার পর ফাইবারের মধ্যস্থিত ট্রাস গুলোকে ডাস্ট চেম্বারে ফেলে দেওয়া।
Grid বা Grid bar হচ্ছে ৫ প্রকার। যেমনঃ
১। Slotted Sheet
২। Perforated Sheet
৩। Triangular Section bar
৪। Angle bars
৫। Blades
Over Beating এর ফলে ফাইবারের নিন্মোক্ত সমস্যা সৃষ্টি হয় ঃ
১। ফাইবার Short length এ পরিণত হতে পারে।
২। ফাইবারের Strength কমে যেতে পারে।
৩। অতিরিক্ত Neps সৃষ্টি হতে পারে ।
৪। সূতায় Haireness তৈরি হতে পারে।
৫। সূতায় Unevenness পরিলক্ষিত হতে পারে।
Step Cleaner মেশিন ৪৫ ডিগ্রি angle এ বসানো থাকে।
Regulating motion এর কাজ হচ্ছে মেশিনে সুষমভাবে তুলা ফিড করে সুষম ল্যাপ তৈরি করা।
কয়েকটি Regulating motion এর নাম হলোঃ
১। Photo Cell
২। Swing Door
৩। Pianofeed Regulator
মেটাল ডিটেক্টরঃ
Bale থেকে Lap তৈরির সময় তুলা থেকে লৌহ বা লৌহ জাতীয় দ্রব্য দূর করার জন্য ব্লো-রুম লাইনে চুম্বক ব্যাবহার করা হয় যাকে মেটাল ডিটেক্টর বলা হয়।
ব্লো-রুম লাইনে কন্ডেন্সার থাকে যা বাতাস হতে ম্যাটারিয়ালকে আলাদা করে এবং বাতাসসহ অপদ্রব্য গুলোকে ফিল্টার রুমে পাঠায়।
ব্লো-রুমের Cleaning Efficiency সাধারণত ৬৫% থেকে ৭৫% হয়। নিন্মোক্ত সূত্র ব্যবহার করে ব্লো-রুমের Cleaning Efficiency বের করা হয়ঃ
Cleaning Efficiency=(( Trash in Cotton – Trash in Lap)/( Trash in Cotton))*100
ব্লো-রুমে Neps তৈরি হয়।
ব্লো-রুমের উৎপাদিত Wastage এর নাম Dropping-2 বা সংক্ষেপে D-2।
2.5