Thursday, December 26, 2024
Magazine
More

    3D Fabric

    আমরা সচরাচর আমাদের চোখের সামনে যে ফেব্রিকগুলো দেখতে পাই সেগুলো বেশিরভাগই 2D অর্থাৎ দ্বিমাত্রিক ফেব্রিক যা শুধুমাত্র দুটি মাত্রায় পরিমাপ করা যায়। এগুলো ছাড়াও বর্তমানে টেক্সটাইল ক্ষেত্রে জায়গা করে নিয়েছে ত্রিমাত্রিকভাবে বোনা কাপড় বা 3D ফেব্রিক।

    3D Fabric কী ?

    3D ফেব্রিক হলো সেই ফেব্রিক যা মূলত তিনটি orthogonal সুতাকে একত্রিত করে তৈরি করা হয়। 2D ফেব্রিক বুননের ক্ষেত্রে ১টি shedding mechanism ব্যবহার করা হলেও, 3D ফেব্রিকের ক্ষেত্রে ২টি shedding mechanism ব্যবহৃত হয়। 3D ফেব্রিকের ক্ষেত্রে আলাদা ২ টি ফেব্রিকের স্তর থাকে যা মাইক্রোফিলামেন্ট দ্বারা একত্রে যুক্ত থাকে। মাঝের এই ফাকাস্থানটি সাধারনত পলিয়েস্টারের মনোফিলামেন্ট দ্বারা গঠন করা হয়। ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক উৎপাদনেই মূলত এই 3D fabric ব্যবহার করা হয়। এছাড়া protective clothing এ উচ্চমানের সিকিউরিটি প্রদানের জন্য এই ফেব্রিক ব্যবহৃত হয়। টেক্সটাইলের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত Spacer ফেব্রিক 3D ফেব্রিক দিয়েই তৈরি করা হয়।

    জ্যামিতিক গঠনের ভিত্তিতে 3D ফেব্রিকের শ্রেণীবিন্যাস –

    – 3D Solid
    Multilayer, Orthogonal, Angle-interlock
    – 3D Hollow
    Flat surface, Uneven surface
    – 3D Shell
    By weave combination, By differential take-up, By moulding
    – 3D Nodal

    3D ফেব্রিকের বৈশিষ্ট্য –

    ১) এই ফেব্রিক তার উপর প্রয়োগকৃত চাপ প্রায় ৫০ শতাংশ কমিয়ে তার পুরো surface এ ছড়িয়ে দিতে পারে।
    ২) বায়ুর ব্যাপ্তিযোগ্যতা ৪৮০০ L/S.M^2 অর্থাৎ প্রতি বর্গমিটারে প্রতি সেকেন্ডে এই ফেব্রিকের মধ্য দিয়ে ৪৮০০ লিটার বাতাস চলাচল করতে পারে।
    ৩) এই ফেব্রিক বেশ আরামদায়ক।
    ৪) এই ফেব্রিক সহজেই ধুয়ে পরিষ্কার করা যায় এবং দ্রুত শুকিয়ে যায়।
    ৫) পরিবেশের জন্য ক্ষতিকর নয়
    ৬) সহজে বহনযোগ্য

    3D ফেব্রিকের উৎপাদন পদ্ধতি –

    – Stiching Operation
    – Multilayer Principle
    – Orthogonal Principle
    – Angle interlock Principle
    – Dual direction shedding method

    3D ফেব্রিকের ব্যবহার –

    ১) Various industrial uses
    ২) Aeronautics : Missiles, rockets, satellites.
    ৩) Protective clothing : Body armours, bulletproof shoes etc
    ৪) Housewear : 3D mattress, 3D pillow, 3D yoga mats etc.
    ৫) Baby product : Baby sleeping pad, pillow, stroller mat and other baby supplies.
    ৬) Medical material : Medical mattress.
    ৭) Car ventilation system : Seat cover, cushion.
    ৮) Construction

    2D ফেব্রিকের অসুবিধাগুলো কাটিয়ে উঠতে বর্তমানে টেক্সটাইলের অনেক ক্ষেত্রেই 3D ফেব্রিক ব্যবহার করা হচ্ছে। এই ফেব্রিক কেবল দেখতেই সুন্দর নয়, বরং এয়ারক্রাফট এবং অন্যান্য জটিল কাঠামো নির্মানেও এই ফেব্রিকের ব্যবহার রয়েছে। বর্তমানে টেকনিকাল টেক্সটাইলেও 3D ফেব্রিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    Writer information:
    Raktim Roy Rocky
    Textile Engineering (2nd Batch)
    Jashore University of Science & Technology


    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed