Monday, January 20, 2025
Magazine
More
    HomeTextile Exihibition5th Print Tech Bangladesh-2019

    5th Print Tech Bangladesh-2019

    Textile printing হচ্ছে নির্দিষ্ট নকশা বা ডিজাইন এর ভিত্তিতে ফেব্রিকের কোনো নির্দিষ্ট লোকালাইজড এরিয়া তে রঙ প্রদানের প্রক্রিয়া। যা কিনা আমার ফাইনাল প্রোডাক্ট কে আরোও আকর্ষণীয় করে তুলবে।
    বর্তমানে টেক্সটাইল শিল্পের মোট ব্যবহারের ৬০ শতাংশ এর বেশি টেক্সটাইল প্রিন্টেড অ্যাপ্পারেল আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান সহ আরও অনেক দেশে উৎপন্ন হচ্ছে। তো গত ২৭ জুন, ২০১৯ থেকে ঢাকার I.C.C.B. তে অনুষ্ঠিত হয় 5th Print Tech Bangladesh-2019. এই টেক্সটাইল প্রিন্টিং এর Exhibition নিয়েই আজকের এই লিখাটি আপনাদের জন্য।
    Exhibition এ অংশগ্রহণকারী অধিকাংশ কোম্পানিগুলো ছিল চীন থেকে আগত। তো এই চীন থেকে আগত একটি মেশিনারি কোম্পানি TAQWA MACHINERY (PVT) LTD এর অফিসার এর সাথে কথা বলি। এই বারের Exhibition এ তাদের সংগ্রহে রয়েছে যথাক্রমে;
    • Jacquard loom.
    • High speed braiding m/c. (Prize – 3 Lakh 30K)
    • Slings belt needle loom.
    সমসাময়িক কালে আমাদের সমগ্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে অগ্নিসংযোগ দুর্ঘটনাই সবচেয়ে বেশি ভুগিয়েছে। তাই এই অগ্নিসংযোগ দুর্ঘটনা রোধ করতে Unique Multi Engineering Ltd. নিয়ে এলো কিছু Fire Fighting Detection System. যার মধ্যে অন্যতম ছিল;
    • Pressure relief valve.
    • Landing valve.
    • Pressure regulating valve.
    • Automatic fire extinguisher.
    Unique Multi Engineering Ltd. এর Fire Fighting Detection System এর সবচেয়ে আকর্ষণীয় Fire Fighting Object ছিল Fire Extinguisher Ball.
    Green revolution এর কথা চিন্তা করে, Hygienic environment এর জন্য চীনের Peixin International Group (China) নিয়ে এলো কিছু ন্যাপকিন আইটেম। তাঁদের সংগ্রহে এইবার ছিল;
    • Toilet paper.
    • Kitchen Towel Rewinding m/c.
    • Automatic folding napkin paper m/c.
    আমরা জানি যে, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মালামাল আনা-নেয়ার জন্য আলাদা হেল্পার-লেবার দের দরকার পড়ে। কিন্তু খরচ কমানো ও এফিশিয়েন্সি বৃদ্ধির জন্য অটোমেশন সিস্টেম চালিত কোনো কনভেয়ার বেল্ট এর জুড়ি মেলা ভার। এই কনভেয়ার বেল্ট এর এক বিশাল কালেকশন নিয়ে আসলো Unipal Conveyor Belt Ltd. তাঁদের সংগ্রহে রয়েছে;
    • Modular / slat chain.
    • Timing belt, cotton belt.
    • Teflon, SS Mesh conveyor belt.
    • PVC, PV conveyor belt.
    চীনের একটি বিখ্যাত প্রিন্টিং মেশিন সাপ্লায়ার Shanghai UPG International Trading Co. ltd. তাঁরা এইবার Exhibition এ সংগ্রহে রাখলো;
    • Paper Bag Making m/c.
    • Intermittent Rotary label printing m/c.
    • Multi- functional web printing m/c.
    • Flexo printing m/c.
    চীনের আরও একটি মেশিন মেনুফ্যাচারার হচ্ছে, Jusi Machinery ltd. তাঁরা নিয়ে এলো এইবার;
    • Sewing machine.
    • Ironing base.
    • Pearl snap press m/c.
    এই বারের 5th Print Tech Bangladesh-2019 এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল DCATEK Limited এর; Digital Sublimation Textile Printer (Max speed 150 SQM/H).
    এই ছিল 5th Print Tech Bangladesh-2019 Exhibition এর একটি ছোট রিভিউ।

    লিখাঃ

    Badhon Saha.

    Primeasia University (Batch-181)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed