ক্যাটস আই (Cat’s Eye) ।বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই একটি অনন্য লাইফস্টাইল ফ্যাশন হাউজ । প্রতিষ্ঠালগ্ন থেকেই দারূণ সাফল্য অর্জন করে আসছে । তরূনদের মন জয় করে আসা চমৎকার ব্র্যান্ড হিসেবে সাফল্য লাভ করেছে ক্যাটস আই ।
ক্যাটস আই এর পেছনের গল্পঃ
১৯৮০ সালে সর্বপ্রথম ক্যাটস আই গ্র্যান্ড সুপার মার্কেটের একটি ছোট্ট দোকান হিসাবে যাত্রা শুরু করে যা ক্যান্ডি থেকে শুরু করে অলঙ্কার পর্যন্ত সমস্ত কিছু বিক্রি করে । প্রতিষ্ঠাতা জনাব সাঈদ সিদ্দিক রুমী এবং মিসেস আশরাফুন সিদ্দিক দোরা শার্টের জন্য সেই দোকানের একটি ছোট্ট অংশ নিজেরাই রেখেছিলেন । তারা উৎসাহী যুবকদের কাছে থেকে ভালো সাড়া পেয়েছে । তখন মিসেস আশরাফুন সিদ্দিকী সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কেবল পুরুষদের জন্য ডিজাইনার পোশাক বিক্রি করবেন । ১৯৮৩ সালে এই দম্পতি মনস্তুর ভবনে এলিফ্যান্ট রোডে একটি ফ্লোর ভাড়া নেন । এটি ছিল ক্যাটস আই এর অফিসিয়াল সূচনা । ১৯৯৩ সাল পর্যন্ত পুরুষদের ফ্যাশন মার্কেটে নির্বাহীদের জন্য পোশাকের লাইনের শূন্যতা ছিল । সুতরাং, ক্যাটস আই এর উদ্যোগে ক্যাটস আই নতুন ব্র্যান্ড নাম মুনসুন রেইন নামে পণ্যগুলির একটি নতুন লাইন প্রবর্তন করেছিল । ১৯৯৮ সালে ক্যাটস আই স্টাইলিশ পুরুষদের পরিধান অংশটি সন্তুষ্ট করতে ক্যাটস আই আনলিমিটেড নামে পুরুষদের পরনের আরও একটি ব্র্যান্ড চালু করে । সম্প্রতি ক্যাটস আই লেডিসের পোশাক, জুতো এবং সিলভার গহনার পরিচয় সাথে করিয়ে দিয়েছে ।
মিশনঃ ক্যাটস আই এর মিশন এমন একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যা বিচক্ষণ ব্যক্তির সাথে মানানসই যদিও মানের পক্ষে এখনও সাশ্রয়ী নয় । বছরের অনাবৃত অভিজ্ঞতার ভিত্তিতে এবং বিশ্বব্যাপী প্রবণতার সাথে তাল মিলিয়ে অনন্য শৈলী তৈরি করা যা তাদের ব্র্যান্ডকে বাজারে শীর্ষস্থানীয় করে তুলেছে ।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
১) প্রতিষ্ঠার সালঃ ১৯৮০
।২) প্রতিষ্ঠাতাঃ সাঈদ সিদ্দীক রূমী & আশরাফুন সিদ্দিক দোরা ।
৩) ক্যাটাগরিঃ ক্লথিং ব্র্যান্ড ।
৪) যোগাযোগঃ ৫৪ নিউ এলিফ্যান্ট রোড মিনিটা প্লাজা ৬ষ্ঠ তলা, ঢাকা । ফোনঃ ৯৬৬৫১৮৪, ৯৬৬০৪৮৬ । ইমেইলঃ [email protected]
পণ্যসমূহঃ১) মহিলাদের পোশাক ।২) পুরুষদের পোশাক ।৩) মহিলা এবং পুরুষের জুতা ।৪) সিলভার গহনা ।
৫) ফ্যাশন সামগ্রী ।
আউটলেটসমূহঃ
১) ১০৮, গুলশান অ্যাভিনিউ, (নিচতলা), ঢাকা ফোনঃ 01761496614
২) এএফএমআই প্লাজা, চিটাগং।আফমি প্লাজা, (নিচতলা), পূর্ব নাসিরাবাদ চট্টগ্রাম, চট্টগ্রাম ফোনঃ 01761496619
৩) বসুন্ধরা সিটি, পান্থপথবসুন্ধরা সিটি, স্তর -২, ব্লক- এ, পান্থপথফোনঃ 01761496610
৪) বসুন্ধরা সিটি, পান্থপথবসুন্ধরা সিটি, স্তর -২, ব্লক-ডি, পান্থপথ।ফোনঃ 01761496620
৫) বিপনি বিটান, চিটাগং১৯ বিপনী বিতান, নতুন বাজার চট্টগ্রামফোনঃ 01761496604
৬) ক্যাটস আই কুমারপা, সিলহেট।৩১ / এ, কুমারপাড়া, সিলহেট, সিলেট, ফোনঃ 01761496618
৭) ক্যাটিসে রাজশাহী২৫১/২৫০, নিউমার্কেট রোড, সুলতানবাদ, রাজশাহী
৮) কনকর্ড টুইন টাওয়ার, চামেলিবাগকনকর্ড টুইন টাওয়ার, (1 ম তলা), চামেলিবাগ ফোনঃ 0176149660
৯) যমুনা ফিউচার পার্ক, বিসশ্বা রোডযমুনা ফিউচার পার্ক, (নিচ তল), বিশ্ব রোড, কুড়িলফোনঃ 01761496625
১০) জলেশ্বরী তোলা, বগুড়া আরডি টাওয়ার (1 টি ফ্লোর), জলেশোরী তোলা ফোনঃ 01761496622
১১) কান্দিরপাড়া, বদুরতলা, কমিল্লাহোল্ডিং নং – 382, কান্দিরপাড়, বদুরতলা, কমিল্লা
১২) এম। রহমান সিটি সেন্টার, কক্সবাজার।লালদীঘি, কক্সবাজারফোনঃ 01761496617
১৩) মনসুর ভবান, নতুন এলিফ্যান্ট রোডমনসুর ভবন, (নিচতলা), ৭২, নিউ এলিফ্যান্ট রোডফোনঃ 01761496600
১৪) মিনিতা প্লাজা, নতুন এলিফ্যান্ট রোডফোনঃ 01761496601
১৫) নাভানা বাইলে স্টার, বেইলি রোডনাভানা বেইলি স্টার (প্রথম তল), নাটক শরণী, বেইলি রোডফোনঃ 01761496616
১৬) নিউ মার্কেট, খুলনা।গ্রিল হাউস রেস্টোরেন্ট (প্রথম তল), কেডিএ নতুন বাজার ফোনঃ 01761496621
১৭) উত্তর টাওয়ার, উত্তরাউত্তর টাওয়ার, (তৃতীয় তল), উত্তরাফোনঃ 01761496613
১৮) রাক টাওয়ার, উত্তরাআরএকে টাওয়ার (প্রথম তল), জসিমউদ্দিন রোড, উত্তরা১৯) র্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারীর্যাঙ্কিন স্ট্রিট, (প্রথম তল), ওয়ারী ফোনঃ 01761496615
২০) রাপা প্লাজা, ধানমন্ডিরাপা প্লাজা, (প্রথম তল), রোড # ২৭, ধানমন্ডিফোনঃ 01761496602
২১) রূপায়ণ গোল্ডেন বয়স, গুলশান অ্যাভেন্যুরূপায়ন স্বর্ণযুগ, (প্রথম তল), গুলশান অ্যাভিনিউ
২২) সনমার ওশিয়ান সিটি, চিটাগংসানমার ওশান সিটি, (নিচতলা), নাসিরাবাদ চট্টগ্রামফোনঃ 01761496611
২৩) সাভার নিউ মার্কেটসাভার নিউ মার্কেট, ঢাকা – আরিচা হাইওয়ে, সাভার,
Writer:Tanjidur Rahman Sakib Department of Apparel Engineering Sheikh Kamal Textile Engineering College Campus Ambassador (Textile Engineers).