Sunday, April 27, 2025
Magazine
HomeTextile Poemতাঁত শিল্পের প্রাণ

তাঁত শিল্পের প্রাণ

তাঁত শিল্পের প্রাণ

মোহাম্মদ উল্ল্যাহ  আবরার
(আই পি ই, নিটার,১০ম ব্যাচ)

মায়ের শাড়ীর আচল জুড়ে কি মায়াবী ঘ্রাণ,
তুলোয়, তিসি, উলে ভিজে আমার তাঁতীর ঘাম,
জামদানি আর বেনারসি নাকি খদ্দর দিবো নাম,
তাঁতের বোনায় যতন করে দিয়েছে সেই প্রাণ।

বাংলার বুকে মসলিন সেই হারিয়ে গিয়েছে কবে,
ব্রিটিশ শাসক তাঁতীর হাতে লাগাম দিলো যবে,
বস্ত্র চাই না, বাঁচতে চাই, বাঁচতে দিলেই হবে,
এখন কি তা ইতিহাস আর ঐতিয্যই রবে?

দেশের শিল্প একপেশে করে আমদানি করে আনা,
আমার শাড়ীটা ইন্ডিয়া, চীন, জাপান দেখে কেনা,
আজকাল তো পোশাক শিল্প মেইড ইন বিডি কিনা!
মণিপুরী তাঁত, রাজশাহী সিল্ক এইসবে হচ্ছে না।

নতুন নতুন প্রযুক্তি আর নতুন শিল্প মান,
কাওয়াজ বিনা মূর্খ তাঁতী নয় তবু অম্লান,
সম্ভবনার বৃহৎ শিল্প আজ কেনো মিয়ম্রাণ,
সংস্কৃতিমনা বাঙালি বাচাঁই তাঁত শিল্পের প্রাণ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related News

- Advertisment -

Most Viewed