বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প( Clothing & Textile) হলো পোশাক এবং পাদুকা এবং অন্যান্য টেক্সটাইল পণ্যগুলির নকশা, উৎপাদন , বিপণন , কাপড় অন্যান্য উপকরণ এবং বুনন, রঞ্জনবিদ্যা, মুদ্রণ, প্যাটার্ন-তৈরি, সেলাই, ওয়াশিং ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করা।
যেভাবে হোম ইকোনমিক্স এ বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প ডিপার্টমেন্টের পথ চলা শুরু হয়:
আমেরিকান ফোর্ড ফাউন্ডেশন এবং ওকলাহোমা স্টেট বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্ব পাকিস্তান সরকার ১৯৬১ সালে মাত্র পঁচিশ জন শিক্ষার্থী নিয়ে হোম ইকোনমিক্স কলেজটি শুরু করে। হোম ইকোনমিক্স পড়ার জন্য এটি বাংলাদেশের প্রথম কলেজ। মিসেস হামিদা খানম এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের হোম ইকোনমিক্স ইউনিটে ৫ টি কলেজ
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প ডিপার্টমেন্ট রয়েছে।
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প ডিপার্টমেন্ট ছাড়া ও আরো ৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
৫ টি কলেজ হলো
•Home economics college
•Bangladesh Home Economics College
•National college of home economics
•Mymensingh Home economics college
•Akiz college of home economics
বিএসসি (অনার্স) এবং এম.এস. হোম ইকোনমিক্সের
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগের জন্য কোর্স বা ফাইনাল ইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স। এম.এস. পাশ করে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পের একজন শিক্ষার্থী এ বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করতে পারে। একজন বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পের একজন শিক্ষার্থী এ বিষয়ে অধ্যয়ন করে টেক্সটাইলের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ এ আমাদের ডিপার্টমেন্টর প্রথম ব্যাচ এর ছাএী হলেন
সানজিদা হক। যিনি বর্তমানে এখন গার্হস্থ্য অর্থনীতি কলেজ এর এই ডিপার্টমেন্টর সহযোগী অধ্যাপক।
এই কোর্সটি পেশাদার ক্ষেত্রগুলির বাস্তব পরিস্থিতিতে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি পরিচালনা ধারণা প্রদান করবে।
এই কোর্সটিতে যা যা প্রধান বিষয় হিসেবে পড়ানো হয়।
•Principles of Family Clothing
•Textile Raw Material
•Historic Costume and Textile
•Fabric Structure, Design and Colour
•Garment Manufacturing Technology
•Basic Design Concept
•Yarn Manufacturing Technology
•Fabric Manufacturing Technology
•Garment Merchandizing
•Textile Testing and Quality Control
•Textile Dyeing, Printing & Finishing
•Fashion Designing
•Research Methodology
•Textile & Fashion Marketing
•Industrial Management
[বি :দ্র : পরবর্তী আরো কোনো নতুন সংযোজন বা পরিবর্তন হতে পারে।]
Clothing and Textile এ ক্যারিয়ার সম্ভাবনা
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প হোম ইকোনমিকসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি কাজ সম্পর্কিত এবং ব্যবহারিক ভিত্তিক বিষয়। এই বিষয়ে অধ্যয়ন করে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা যায়।
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প শিক্ষা( Clothing & Textile) প্রধান পেশাগত ক্ষেত্রগুলির জন্য দ্বার উন্মুক্ত করে, যেমন- শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা ও শিল্প (বিশেষত টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের), সম্প্রদায় পরিষেবা, গবেষণা ও প্রশাসন।
শিক্ষার্থীরা টেক্সটাইলের উপর বিশেষত পোশাক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, মার্চেন্ডাইজিং এবং এই সেক্টরে কম্পিউটার প্রয়োগ সহ উন্নত জ্ঞান অর্জন করবে
•আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টর, যেমন- ডিজাইনিং, মার্চেন্ডাইজিং, মান নিয়ন্ত্রণ, ফ্যাব্রিক টেস্টিং, , ব্যাংক ইত্যাদি পদে বিভিন্ন প্রতিষ্ঠিত
কোম্পানী ও ব্যান্ড এ কাজ করছে। যেমন:MCC, Beximco, K-Craft, Grameen check , APEX,
Varner , H&M ,Synergies Sourcing ( Pvt) Ltd ,Color Wear Ltd, East West Ind Park সহ আরো অনেক কোম্পানী ও ব্যান্ড এ কাজ করছে।
•Sada Kalo &Williams Group এর ডেনিম ডিজাইন স্টুডি এর চিফ ফ্যাশন ডিজাইনার আমাদের এই ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী।
• এখানে লেখাপড়া করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হওয়া যায়। এবং ইতিমধ্যে অনেকে অনেক
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
•এখানে লেখাপড়া করে অনেকেই নিজেদের ব্যবসা শুরু করেন এবং সফল উদ্যোক্তা ও হয়ে উঠেছেন।
• আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে সফলভাবে বিসিএস ক্যাডার পরিষেবায় (শিক্ষা, তথ্য) সার্ভিস করছে, যা ইঙ্গিত দেয় যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে রাখতে সক্ষম,।
•এই বিষয়ে লেখা পড়া করে অনেকেই ফ্যাশন ডিজাইনার হিসেবে ও নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন ।
•এই বিষয়ে লেখা পড়া করে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে আমাদের মেয়েরা কাজ করছে বিষয়ে লেখা পড়া করে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে আমাদের মেয়েরা কাজ করছে
যেমন : Urban Clothing UK Ltd .
অনেকর ধারণা থাকে হোম ইকোনমিক্স এ টেক্সটাইল আবার কি!
কিন্তু বর্তমানে আমাদের এই ডিপার্টমেন্ট এর মেয়েরা
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাথে সমান তালে কাজ করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন ।
Source: homeeconomicsdu.blogspot.com
Wekipidia .
Writer information
Zannatul Ferdous Putul
(College of home economics Department of clothing and textile)
Batch:35
Member of TES