সাজ্জাদুল ইসলাম রাকিব, নিজস্ব প্রতিবেদক।
‘মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা’
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’
অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি নিটারের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ক্লাবের বিনম্র শ্রদ্ধা নিবেদন।
আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে নিটার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি নিটার শিক্ষকমণ্ডলীর পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করেন নিটারের সম্মানিত প্রিন্সিপাল জোনায়েবুর রশীদ, প্রক্টোরিয়াল বডি সহ বিভিন্ন ক্লাব।
২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নিটার ছাত্রী হোস্টেল, নিটার কালচারাল ক্লাব, নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব, নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাব, নিটার সাংবাদিক সমিতি-নিসাস, মাস্তুল, নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব।
১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলাদেশের সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগে আমরা পেয়েছি অমৃতসমূহ মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা এবং বাংলা ভাষা। তাই একুশে আমাদের চেতনার, একুশে আমাদের প্রেরণার, একুশে আমাদের অহংকার।