লাবিবা সালওয়া ইসলাম, নিজস্ব প্রতিবেদক||
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন নয়ারহাটে প্রায় ১৩.০৬ একর পরিধি বেষ্টিত দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস, “জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট বা ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। গত ৯ আগস্ট রোজ বুধবার বেলা ১১ ঘটিকা হতে ১.৩০ ঘটিকা পর্যন্ত সেন্টার ফর রিসার্চ এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন (সিআরআইআর) এর তত্ত্বাবধানে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়টি ছিলো “সিগনিফিক্যান্স অফ টেস্টিং টু ফুলফিল দ্য বায়ার রিকয়ারমেন্টস এন্ড ইন্ড্রাস্ট্রি ট্রেন্ডস“।
এসজিএস বাংলাদেশ গ্রুপের সাথে নিটারের কোলাবোরেশানে এটি সম্পন্ন হয়। ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার ইয়াসমিন আক্তার তুলির সঞ্চালনায় সেমিনারের সূচনা হয়। সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের শ্রদ্ধেয় পরিচালক ড. জোনায়েবুর রশীদ, স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এসজিএস বাংলাদেশ এর ফিজিক্যাল ল্যাবরেটরি ম্যানেজার মুঈন উদ্দিন এবং একই কোম্পানির ইনচার্জ, ফিজিক্যাল ল্যাবরেটরি এল এন্ড ডি পারভিন আক্তার। আরো উপস্থিত ছিলেন – মো. মাহাবুব হাসান; এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইসমাত জেরিন; এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, এফডিএই ডিপার্টমেন্ট, মো. ফুয়াদ আহমেদ ; লেকচারার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তানজিনা রিফাত টুম্পা; লেকচারার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড. মো. আবুল কালাম এসিস্ট্যান্ট প্রফেসর, সিএসই ডিপার্টমেন্ট প্রমুখ।
প্রায় দু’শো পঞ্চাশজন শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি আরো প্রাণবন্ত হয়। বায়ার রিকয়ারমেন্টস পূর্ণ করতে টেস্টিং এর গুরুত্ব কেমন, অ্যাপারেল বা গার্মেন্টস এর ভুলগুলো কিভাবে একটি ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণ হতে পারে, কিভাবে টেস্টিং এর অ্যাপারেল বা গার্মেন্টসের গুণগত মান নিশ্চিত করা যায়, যথাযথভাবে প্রোডাক্ট সরবরাহ করা যায় ইত্যাদি টেস্টিং বিষয়ক সামগ্রিক ধারণা পায় শিক্ষার্থীরা।
প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন স্পিকারগণ। নিটার এবং এসজিএস বাংলাদেশ এর কোলাবোরেশানে শিক্ষার্থীদের একাডেমিক গ্যাপগুলো ও পূরণ হবে আশা রাখা যায়। তাদের যৌথ প্রচেষ্টায় সিলেবাসে পরিবর্তন আনার পরিকল্পনা চলছে, এতে করে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনা থেকেই টেস্টিং বিষয়ে সম্যক ধারণা পাবে।