ফ্যাশন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফিউশন ধারণা। ফিউশন মানেই সংমিশ্রণ।
পোশাকের প্যাটার্নে ব্যাপক জায়গা করে নিয়েছে ফিউশন।
বাঙালি নারি মানেই শাড়ি। বর্তমান ফ্যাশনের বিশাল অংশ জুড়ে ফিউশন দখল থাকলেও শাড়ি নিয়ে তেমন ফিউশন হচ্ছিল না।
একটি সাধারণ শাড়িকে মিক্স অ্যান্ড ম্যাচের মাধ্যমে তৈরি করা যায় ফিউশন শাড়িতে। যে শাড়ি পড়ে আপনি ঘরোয়া অনুষ্ঠান থেকে কর্পোরেট পার্টি সব কিছুই সামলাতে পারবেন অনায়াসে।
সাম্প্রতিক কিছু ডিজাইনার শাড়ির ফিউশন নিয়ে কাজ শুরু করেন। ভিন্ন ধর্মী উদ্যোগের কথা মাথায় রেখেই মূলত এই ভাবনা।
তসরের মধ্যে জামদানি, খাদিতে গামছা, জামদানিতে মসলিন বা কাতান, আবার কখনো মসলিনের সঙ্গে টাঙ্গাইল এর মিক্স এন্ড ম্যাচের মাধ্যমে তৈরি হয় শাড়িতে নিত্য নতুন ফিউশন।
প্রথমদিকে অনেকেই ভাবতেন এ ধরনের উদ্যোগে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।
কিন্তু এ নিয়ে একজন ফ্যাশন উদ্যোক্তা বলেছেন-আমি মনে করি, “ঐতিহ্য কখনো নষ্ট হয় না”।
ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলার জন্য পরিবর্তন আনতে হবে। যার ফলে তরুনরা দেশি পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
শাড়ির ঢঙে ফিউশন
ফাউজিয়া তাবাসসুম দিপ্তী