Tuesday, December 3, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটার ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    নিটার ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে।

    নিটার ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজ নন্দী

    এছাড়াও একবছর মেয়াদি কমিটির অন্য সদস্যরা হলেন: মেহজাবিন চৌধুরী (অর্গানাইজিং সেক্রেটারি), আরিফুল ইসলাম (অফিস সেক্রেটারি), ইকরানুর রাহমান অপূর্ব (সেক্রেটারি অফ ক্রিয়েটিভ অ্যান্ড আইটি), মোঃ আবু হাসিব নিরব (এডিশনাল সেক্রেটারি অফ ক্রিয়েটিভ এন্ড আইটি), আবদুল্লাহ আল রাফি (এডিশনাল সেক্রেটারি অফ ক্রিয়েটিভ এন্ড আইটি), মোঃ তরিকুল ইসলাম (সেক্রেটারি অফ লজিস্টিক), মোঃ মহসিন মিয়া
    (এডিশনাল সেক্রেটারী লজিস্টিকস), গোবিন্দ ঘোষ সম্রাট (সেক্রেটারি অফ পাবলিক রিলেশন এন্ড আউটরিচ), রাজিন মাহমুদ (সেক্রেটারি অফ ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট), ট্রেজারার হিসেবে যথাক্রমে মোঃ শামসুদ্দিন ইকবাল ও এজাজ আহম্মেদ।

    সদস্যদের তালিকায় রয়েছে যথাক্রমে মোঃ নাফিস সাদিক (১০ম ব্যাচ), মোঃ আব্দুল আজিজ মোল্লা, মারুফা আফরোজ, খাদিজাতুল কোবরা, লামিয়া হোসাইন আলভি।

    সর্বোপরি পড়াশোনা শেষে চাকরি করাকেই আমাদের দেশে ক্যারিয়ার বোঝানো হয়। তবে ক্যারিয়ার বলতে মূলত কর্মময় জীবনের একটি অংশকে বোঝায়। সহজভাবে বলতে গেলে, ক্যারিয়ার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, যা সে নিজের উন্নতি ও অগ্রগতির জন্য পেশা হিসেবে ব্যয় করে। ক্যারিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের প্রায় অর্ধেক জীবন শেষ হয়ে যায়। এত বড় বিসর্জন দিয়ে যদি ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সফলতা না আসে। তবে সেই কষ্ট আজীবন মনের গভীরে পুষে রাখতে হয়। যুগ এখন প্রযুক্তির হাতে। দিনে দিনে প্রতিযোগিতা বাড়ছে। একুশ শতকে প্রতিযোগিতায় অংশ নিতে চাই কৌশলী পরিশ্রম। শুধু মেধা থাকলেই হবেনা, মেধাকে শাণিত করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে। আর মেধা ঘষামাজার মক্ষম সুযোগ ‘নিটার ক্যারিয়ার ক্লাব’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed