Sunday, November 24, 2024
Magazine
More
    HomeLife Style & Fashionএকুশের চেতনার বহিঃপ্রকাশ নিটারের ফ্যাশন ডিজাইনারদের

    একুশের চেতনার বহিঃপ্রকাশ নিটারের ফ্যাশন ডিজাইনারদের

    মো. রিফাতুর রহমান মিয়াজী :

    “আজ নতুনরা আশা জাগায়, অপরিমেয় ভালোবাসায়, আমারি মায়ের ভাষায়”। মহান ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা একুশের চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে সাদাকালোর মাঝে তাদের পোশাক ডিজাইন করেছে। ১ম বর্ষের Element of Fashion & Design Lab এর অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটেছে এখানে।

          

    একুশের চেতনার এ ডিজাইনগুলোর আইডিয়া দিয়েছেন নিটারের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইয়াসমিন আক্তার তুলি। ডিজাইন করেছেন একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেঘাদিপা ভট্টাচার্জি এবং মডেল হয়েছেন নিশাত সালিমা শালু ও বাঁধন বারিয়া। ইয়াসিন আক্তার তুলি জানান, “শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যবহারিক জ্ঞানের প্রতিফলন ঘটেছে এই পোশাক ডিজাইনে। এটাই তুলে ধরে যে তারা ভবিষ্যৎে যোগ্য ও দক্ষ ফ্যাশন ডিজাইনারর এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ার হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পাবে।”

    RELATED ARTICLES

    4 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed