ডেস্ক রিপোর্ট :
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারী, ২০১৯ এ ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি জ্ঞান ভিত্তিক ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের রিসার্চ এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন উইং এর সদস্য সচিব ও প্রভাষক একেএম মনজুরুল হক সহ ম্যাগাজিন সংশ্লিষ্ট অনান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষকরা তাদের বক্তব্যে লেখালেখি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্ট, ক্লাব এবং আরআইআর উইং পত্রিকা সঙ্গে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। সেমিনারে তিনটি অধিবেশন ছিল:
১.ম্যাগাজিনের পরিচিতি
২. বিষয়বস্তু সম্পর্কে আলোচনা
৩. লেখা জমা দেওয়ার নিয়মাবলী ত্রিমাত্রিক পত্রিকাটির নাম হবে “টেক্সটাইল ক্যাপচার”।
এটা আট পৃথক বিষয়বস্তু থাকবে। ম্যাগাজিনটি নিটার থেকে প্রকাশিত হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরাদের কাছে পৌছে দেওয়া হবে। “টেক্সটাইল ক্যাপচার” এর সেরা লেখকদের জন্য পুরষ্কার থাকবে।
সবার বিশ্বাস, এটি টেক্সটাইল সেক্টরের গবেষনা, শিক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে একটি জ্ঞানগর্ব ম্যাগাজিন হবে। নিবন্ধ জমা এবং
যেকোন তথ্য জানতে যোগাযোগ: ইমেইল ঃ [email protected]
মোঃ তাফসিরুল ইসলাম -01713874199
তানভীরুল হাসনাত -01768446845
সেনজুতি ঘোষ -01975446612
মেহেদী হাসান -01834493543