Friday, November 22, 2024
Magazine
More
    HomeDenim"ডেনিম" এ নীলে'র সাতকাহন

    “ডেনিম” এ নীলে’র সাতকাহন

    সাধারনত ডেনিম এর রং নীল হয়। কিন্তু আমরা কি জানি কেন ডেনিম নীল হয়? বা নীল কত প্রকার বা কেন নীল ই ডেনিমে ব্যবহৃত হয়?
    নীল রঙ্গের রুপভেদ সমূহ হিউ, ক্রোমা বা আলোকিয়তার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। রঙ মানের ক্ষেত্রে বৈচিএকে বলে টিন্ট ও শেড। টিন্ট হলো নীলের সাথে সাদার মিশ্রিত রুপ এবং শেড হলো কালোর মিশ্রিত রুপ।

    পেরিউইঙ্কল : রঙটির আরেক নাম ল্যাভেন্ডার নীল। পেরিউইঙ্কল ফুলের নামানুসারে এর নাম করন করা হয়েছে। রঙ্গের স্থানাঙ্কে হেক্স ট্রিপলেট #CCCCFF.
    বেবি ব্লু: প্যাস্টেল রঙের অন্যতম বলে পরিচিত এটি। হিউ কোড 199 বিশিষ্ট এ রঙ্গটি মূলত আসমানী রঙের একটি টোন। baby blue ইংরেজিতে প্রথম রঙ নামরুপে ব্যবহৃত হয় ১৮৯২ সালে।
    পিগমেন্ট নীল:এ নীল মূলত তৈরি করা হয় প্রসেস সায়ান এবং প্রসেস ম্যাজেন্টা রঙ সমান অনুপাতে মিশিয়ে।
    হালকা নীল :এ রঙটির রুপভেদ হলো আকাশী নীল বা এঞ্জেল নীল। এক্স11 রঙ ব্যবস্থায় 194 হিউ কোড বিশিষ্ট এ রঙ টি নীলের চেয়ে বরং সায়ানের কাছাকাছি। ইংরেজিতে Light blue প্রথমে লিখিত ভাবে ব্যবহৃত হয় ১৯১৫ সালে।

    প্রকৃতিক বর্ণ ব্যবস্থায় (NCS) কথিত নীল হলো আসমানীর কাছাকাছি একটি রঙ। আরো ভিবিন্ন প্রকারের নীল রয়েছে তার মধ্যো উল্লেখ যোগ্য হল :- নীল প্যানটোন, আল্ট্রা মেরিন, গাঢ় নীল, নেভি ব্লু,নিশি নীল ইত্যাদি।
    অর্থাৎ, ডেনিমে নীল সত্যিই এক অন্যরকম আলোক বর্ণচ্ছটা।

    গ্রন্থপঞ্জি:
    1.Carl koler,”A History of Costume”
    2.Bryan Bunch,”The History of Science & Technology “Houghton Miffline BOOKS.

    মো:তানভীর হোসেন সরকার
    ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
    ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed