Tuesday, December 3, 2024
Magazine
More
    HomeCampus Newsশ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

    শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ




    রাসেল হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি :

    STEC Textile and Career Club কর্তৃক শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য Presentation skill development Workshop আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ডিরেক্টর জনাব ঠাকুর আলাউদ্দিন , উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট প্রফেসর জনাব খলিলুর রহমান, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক আল মামুন রনি , প্রভাষক নুর মোহন , প্রভাষক ইশিকা। উপস্থিত ছিলেন STEC Textile and Career club এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলেই।

    STEC

    উক্ত সেমিনারে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন STEC Textile and Career Club এর ভাইস প্রেসিডেন্ট রাসেল হোসেন, কো ট্রেইনিং সেক্রেটারি সওলাৎ পাশা , সেমিনার রিলেটেড সেক্রেটারি সাবরিনা ইকবাল , সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের ফারহান। সেমিনারে বক্তারা ক্লাবের এই আয়োজনকে স্বাগত জানায়।

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed