মোঃ তানভীর হোসেন সরকার।নিটার প্রতিনিধি।। ‘
‘Revel the Inner You ‘– এই মূল মন্ত্রে উজ্জীবিত মাস্তুল,জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর শিক্ষার্থীদের দ্বার পরিচালিত একটি আত্মঃ উন্নয়ন মূলক সংগঠন। প্রতি সপ্তাহে একদিন কোন নির্ধারিত বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর ই ধারাবাহিকতায় গত ১৮ জুন ২০১৯ ইং এ অনুষ্ঠিত হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটেশন কম্পিটিশন। ৫ জন করে একটি টিম গঠন করে মাস্তুলের সদস্যরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নিটারের নবম ব্যাচের মাস্তুলের সদস্যরা ৫ টি টিম গঠন করে এবং ঐ দিন এক একটি বিষয়ের উপর প্রেজেন্টেশন দেয়। মাস্তুলের সিনিয়র সদস্যরা বিচারক হিসেবে ছিলেন। বিচারকেরা তাদের তীব্র তীক্ষ্ণ আর সূক্ষ্ম মেধাশক্তি দিয়ে সবার প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করেন,সময়ে সময়ে তারা বিভিন্ন প্রশ্ন ও ছুড়ে দেন প্রতিযোগিদের লক্ষ করে। পরবর্তীতে উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষনার দিন ধার্য করা হয় ৪ জুলাই ২০১৯ ইং। সে মোতাবেক ফলাফলও ঘোষনা করা হয়। বিজয়ীরা হলেন যথাক্রমে চ্যাম্পিয়ন টিম, “ব্লু হোয়াইল,” ১ম রানার আপ,”আনবিট্রিবল,”২য় রানার আপ “ওয়ারলেস “।
এর আগে নিয়মিত কর্মশালার অংশ হিসেবে “টেক্সটাইল সেক্টর ইস দ্যা ড্রাইবেন সেক্টর অব আওয়ার ইকোনমি ” -এ বিষয়ে উপরে সবাই ৩ মিনিট করে তাদের মতামত উপস্থাপন করেন। সর্বশেষ মাস্তুলের ম্যানেজিং ডিরেক্টর জনাব রিফাতুর রহমান মিয়াজী’র সমাপনী বক্তব্যবের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।