Saturday, November 23, 2024
Magazine
More
    HomeCampus NewsSKTEC এ L-2, T-1 এর ছাত্র-ছাত্রীদের ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

    SKTEC এ L-2, T-1 এর ছাত্র-ছাত্রীদের ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

    কে.এম.ওলিউল্লাহ মনির,ক্যাম্পাস প্রতিনিধি :

    গত ২৩ জুলাই ঢাকা আশুলিয়ায় নরোসিংহপুরে অবস্থিত শারমিন গ্রুপে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের প্রথম র্টামের ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়।ঐদিন সকাল ৬.০০ ঘটিকায় শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ থেকে ২ টি বাস ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং তারা আনুমানিক বেলা ১১.৪৫ মিনিটে উক্ত ইন্ড্রাস্ট্রিতে পৌছায়।ইন্ড্রাস্ট্রিতে প্রবেশে শারমিন গ্রুপের অভ্যর্থনায় কোন কমতি ছিলো না বলে আমাদেরকে জানিয়েছেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক ইয়াসমিন নাহার শিলা ম্যাম।

    উল্লেখ্য যে উক্ত ট্যুরে ছাত্রছাত্রীদের সাথে ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাইফুর রহমান স্যার, ফাহাদ মাহমুদ স্যার এবং ইয়াসমিন নাহার শিলা ম্যাম।ট্যুরের সামগ্রিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ইয়াসমিন নাহার শিলা ম্যাম ধারাবাহিকভাবে বর্ণনা করেন, চারটি ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী জন্য শারমিন গ্রুপ আলাদা আলাদাভাবে তাদের ইন্ড্রাস্ট্রি ঘুরে দেখান।ইন্ড্রাস্ট্রির বর্ণনাতে তিনি শারমিন গ্রুপের Garments,Garments Washing and Dying উল্লেখ্য করেন এবং তিনি সেই ইন্ড্রাস্ট্রির বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা করেন তাদের মধ্যে উল্লেখ্য ক্যমক্যাট, লেজার প্রিন্টার, আটো প্যার্টান কাটার মেশিন এবং টেস্টিং মেশিন উল্লেখযোগ্য ছিলো।ম্যাম আমাদের জানান উল্লেখ্য মেশিনগুলো ছাত্র ছাত্রীদের ইন্ড্রাস্ট্রির কাজে ব্যাপক সুবিধা দিবে।

    ইয়াসমিন নাহার শিলা ম্যাম শারমিন গ্রুপের সামগ্রিক সহযোগিতায় তিনি শারমিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইসমাঈল হোসাইনকে ধন্যবাদ জানান।এদিকে সাইফুর রহমান স্যারের ফেসবুক স্টাটাস হতে জানা যায় যে তিনি শেষ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ইন্ড্রাস্ট্রিয়াল অ্যটাচমেন্ট ও জব অ্যারেন্জ নিয়ে কথা বললে শারমিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তার থেকে হ্যাঁ সূচক সাড়া পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেছেন।

    ট্যুরে অংশ নেয়া ছাত্রদের মধ্য সালিত মাহমুদ আকিদকে প্রশ্ন করা হলে তিনি তার অভিজ্ঞতার কথা আমাদের জানান ,তিনি জেনেছেন যে বিশ্ববিখ্যাত ব্রান্ড H & M এর ৮০ % প্রোডাক্ট এই কোম্পানি থেকে সাপ্লাই করা হয় এবং তিনি আরো জানিয়েছেন যে শারমিন গ্রুপ বর্তমানে ১৪৪ টি লাইনে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে।ট্যুর শেষে ছাত্র -ছাত্রীদের জাতীয় স্মৃতিসৌধে ঘুরে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। রাত ১১.৩০ মিনেটে ট্যুরের উদ্দেশ্যে যাত্রাকরা ২টি বাস ক্যাম্পাসে ফিরে আসে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed