Sunday, November 24, 2024
Magazine
More
    HomeCampus Newsনাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯: সেরা ১৫ প্রকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনীত

    নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯: সেরা ১৫ প্রকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনীত

    নিটার প্রতিনিধি :

    টানা পঞ্চম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের উদ্যোগে বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আইডিইবি-এর মুক্তিযোদ্ধা হলে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯ জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে শেষ হলো।

    নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পার্টনার হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্প, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি। সার্বিক সহযোগিতায় ছিল গোল্ড স্পন্সর ই-ভ্যালি এবং ইন্টারনেট পার্টনার আমরা নেটওয়ার্কস লিমিটেড।

    এবার ৯টি শহর থেকে ৪ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। সেখান থেকে শীর্ষ ৪৫ টি প্রকল্প নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবিতে ১৯-২০ অক্টোবর টানা দুইদিনব্যাপী হ্যাকথন অনুষ্ঠিত হয়েছে, সেরা ৪৫ টি প্রকল্পের মধ্যে নিটারের চার টি প্রকল্প ছিলো, ৩৬ ঘন্টার টানা হ্যাকাথন রাউন্ড শেষে নিটারের টিম ‘লুনার ফেলো’ রংপুর ডিভিশনের হয়ে প্রথম স্থান অর্জন করে, এছাড়া নিটারের বাকি তিনটি টিম হলো টিম অবসারবার, টিম অপটিমাইজারস, টিম আলফা।

    নিটারের টিম ‘লুনার ফেলো’ রংপুর ডিভিশনের হয়ে প্রথম স্থান অর্জন করে

    জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, এমপি । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদুল হক, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান জামিল, অ্যাসোসিয়েট প্রফেসর, মেশিন লার্নিং অ্যান্ড ইন্টিগ্রেটেড কম্পিউটার সিস্টেমস, ইউনিভার্সিটি অব আইডাহো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম । উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯ এর সহযোগী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি এ কে এম এ হামিদ, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আয়োজন কমিটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান, স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের পরিচালক আবদুল হাই, পিএএ এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ইন্টারনেট পার্টনার আমরা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed