মোঃ তানভীর হোসেন সরকার।নিজস্ব প্রতিবেদক।।
গত ২৪ অক্টোবর ২০১৯ ইং ,বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ টেক্সটাইল টুডের উত্তরার অফিস কনফারেন্স রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে এ চুক্তি স্বক্ষরিত হয়।টেক্সটাইল টুডে’র পক্ষ থেকে স্বাক্ষর করেন রাহবার হোসেন আকাশ,কো-অডিনেটর, ফ্যাক্টরি টেইলস্,টেক্সটাইল টুডে।আপরদিকে মাস্তুলের পক্ষ থেকে স্বাক্ষর করেন মোঃ রিফাতুর রহমান মিয়াজি,ম্যানেজিং ডিরেক্টর, মাস্তুল।
উক্ত চুক্তির আওতায় রয়েছে আগত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৭ম আসরে উভয় পক্ষ যৌথ ভাবে কাজ করবে এবং অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে মাস্তুল সর্বাত্মক ভাবে টেক্সটাই টুডের সাথে থেকে সম্পূর্ণ করবে। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে মাস্তুল হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীদের দ্বার পরিচালিত একটি আত্মঃ উন্নয়ন মূলক সঙ্গঠন।এটি মূলত শিক্ষার্থীদের স্কিল ডেভোলাপ করতে কাজ করে থাকে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঞ্চয় সাহা, ম্যানেজার, ফ্যাক্টরি এঙ্গেজমেন্ট এন্ড সাব ইডিটর টেক্সটাইল টুডে। আশেক বিল্লাহ,সিইউও মাস্তুল,সহ নয় সদস্যের একটি প্রতিনিধি দল।
4.5
2.5