Thursday, December 19, 2024
Magazine
More
    HomeBusinessবাংলাদেশকে টপকে যেতে পারে ভিয়েতনাম

    বাংলাদেশকে টপকে যেতে পারে ভিয়েতনাম

    বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে সেই মুকুট আর কতদিন থাকবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।যে কোন সময় ভিয়েতনাম বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে।

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ওয়াল্ড ট্রেড স্ট্যাটিস্টিক রিভিউ রিপোর্ট অনুযায়ি পোশাক রপ্তানীতে চীনের পেছনেই আছে যথাক্রমে বাংলাদেশ ও ভিয়েতনাম।গত ২ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভিয়েতনাম পোশাক রপ্তানিতে দ্রুত এগিয়ে যাচ্ছে।

    বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা এখন ৬ দশমিক ৪শতাংশ আপরদিকে ভিয়েতনামের ৬ দশমিক ২ শতাংশ।
    গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে পোশাক রপ্তানী কমেছে ১১.৪৬ ও ৪.৭০ শতাংশ।

    এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা ভিবিন্ন মতামত দিয়েছেন এর মধ্যো উল্লেখ যোগ্য হল বহুমুখি পণ্য উৎপাদন করতে হবে এবং ক্রেতাদের বিনিয়োগে আকৃষ্ট করতে হবে।

    ভিয়েতনামের বার্ষিক পণ্য রপ্তানীর পরিমান ২২ হাজার কোটি ডলার তার মধ্যো পোশাক তাদের ৬ষ্ঠ রপ্তানী পণ্য।আপরদিকে বাংলাদেশের প্রধান রপ্তানী পণ্য হলো তৈরি পোশাক শিল্প। তারপরও যদি তারা আমাদেরকে টপকে যায় তা হবে দুঃখজনক।


    মোঃ তানভীর হোসেন সরকার।
    ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
    নিটার নবম ব্যাচ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed