মোঃতানভীর হোসেন সরকার। নিটার প্রতিনিধি।।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ – নিটারের সকল ডিপার্টমেন্ট তথা, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বি.এসসি, ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ আগামী ০১-০৩-২০২০ ইং তারিখ, রোজ রবিবার নিটার ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী (নওফেল), এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মােঃ সাজ্জাদ হােসাইন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব লােকমান হােসাইন মিয়া এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসােশিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট ও নিটার গভর্নিং বডির চেয়াম্যান জনাব মােহাম্মদ আলী খােকন। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মােহাম্মদ মিজানুর রহমান, অধ্যক্ষ, নিটার।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়ােজনে (গান, নাচ, আবৃত্তি, অভিনয়, রম্য পরিবেশনা ইত্যাদি) অংশগ্রহণের লক্ষ্যে ১ম বর্ষের নতুন ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক আয়ােজনে পারদর্শী ও অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নিটার কালচারাল ক্লাবের মডারেটর জনাব ইন্দ্রজিৎ কুমার পাল এর সাথে যােগাযোগ করতে বলা হয়েছে।এছাড়াও নিটারের অন্যান্য বর্ষের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারীগণ যথারীতি নিটার কালচারাল ক্লাবের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়ােজনে অংশগ্রহণ করতে পারবে।