Wednesday, April 2, 2025
Magazine
HomeDenimডেনিম ওয়াশিং

ডেনিম ওয়াশিং

সাধারনত গার্মেন্টস ওয়াশিং বলতে আমরা যা বুঝি তা হলো, নোংরা-অপরিস্কার পোশাককে সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ওয়াশিং এমন একটি প্রযুক্তি যা কিনা একটি গার্মেন্টস এর outlook, appearance, comfortability এবং design কে বিশেষায়িত করতে পারে। গার্মেন্টস ওয়াশিং এর সঠিক নলেজ না থাকলে, কোনো একটি অ্যাপ্পারেল এর সঠিক আউটলুক আমরা দিতে পারবো না। সবচেয়ে মজার বিষয়, এই ওয়াশিং আমাদের বাংলাদেশের অ্যাপ্পারেল ইন্ডাস্ট্রিতে একটি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

আমরা গার্মেন্টস ওয়াশিং কেন করি?

১) সাইজিং ম্যাটেরিয়াল দূর করার জন্য।

২) ময়লা, ধুলো, মরিচা, তেল, দাগ দূর করতে।

৩) অ্যাপ্পারেলে Old worn fashionable outlook দেওয়ার জন্য।

৪) ফেব্রিকের হার্ডনেস দূর করে সফটনেস আনতে।

৫) পোশাকে টিন্টেড ইফেক্ট তৈরি করতে।

৬) বায়ারের চাহিদা মিটাতে।

আজকে কথা বলতে যাচ্ছি, ডেনিম ওয়াশ নিয়ে। সাধারনত এই ওয়াশিং ডেনিমে করা হয়। বলে রাখা ভাল যে, ডেনিম হচ্ছে, ২/১ অথবা ৩/১ ওয়ারপ ফেইসড টুইল ফেব্রিক যেখানে ওয়ারপ ইয়ার্ন ব্লু ডাইড আর অয়েফট ইয়ার্ন সাদা থাকে। বর্তমান সময়ে এই ডেনিম কে ফ্যাশন ইন্ডাস্ট্রি এর আইকন হিসেবে উন্মোচিত করা তাছাড়া স্পিনিং, উইভিং এবং ফিনিশিং এর জগতে যথেষ্ট পরিমান উন্নতি সাধন করতে যে কয়েকটি প্রযুক্তিগত কারণ অবদান রেখেছে তার মধ্যে ওয়াশিং অন্যতম।আজকে আমরা যত চোখ ধাঁধানো ডেনিম দেখি তা এই ওয়াশিং এর কারনেই সম্ভব হয়েছে।

ডেনিম ওয়াশিং এমন একটি নান্দনিক গার্মেন্টস ফিনিশিং যা কিনা ফ্যাব্রিকের সফটনেস এবং কম্ফোরট বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তারই সাথে ফেব্রিকের faded এবং worn-out স্টাইলও এই ওয়াশিং এর মাধ্যমে পাওয়া সম্ভব। ফ্যাশন ট্রেন্ড সর্বদাই পরিবর্তনশীল। আর বর্তমানকালে ফেব্রিকের broken-in look এবং worn/faded স্টাইল সবার নিকট সমাদৃত, যা এই ওয়াশিং এর মাধ্যমেই পাওয়া সম্ভব। আর এই ডেনিম এমনি এক ফেব্রিক যা সময়ের সাথে সাথে ফেডেড বা বিবর্ণ হয়ে যায় আর তখন এই ডেনিমকে আরো সুন্দর দেখায়।

ডেনিম ওয়াশিং

ড্রাই প্রসেসঃ

Unwashed garments এ এই ড্রাই প্রসেস এপ্লাই করা হয়। এইখানে, গার্মেন্টসকে কতিপয় মেকানিক্যাল এব্রাশন প্রসেসের মধ্য দিয়ে পার হতে হয়। যা কিনা গার্মেন্টস এর সম্পূর্ণ শুষ্ক অবস্থাতেই সম্পন্ন করা হয়। তাই এর নাম ড্রাই প্রসেস। আর এই মেকানিক্যাল এব্রাশন এর কারনেই ডেনিমে old worn outlook এর সৃষ্টি হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এটি ম্যানুয়ালি করা হয়।
ড্রাই প্রসেস এ ব্যবহৃত কিছু মেশিন ও টুলঃ
ক্রাউন হিট গান, চক, পেন্সিল, ডামি, রোটেটিং ব্রাশ, গ্রাইন্ডিং মেশিন, থ্রিডি ক্রিঙ্কেল মেশিন, ট্যাগিং মেশিন, ড্রায়ার, হুইস্কার প্যাটার্ন, হিট সেটার, লাইট বক্স।

ওয়েট প্রসেসঃ

সাধারনত ড্রাই প্রসেস শেষ করার পর কাঙ্ক্ষিত আউটলুক পাওয়ার জন্য গার্মেন্টসকে এনজাইম, ব্লিচিং এজেন্ট ও রিঞ্জ করা হয়। এইখানে গার্মেন্টস অনেকগুলো কেমিক্যাল প্রসেস এর মধ্য দিয়ে যায়।
ওয়েট প্রসেস এ ব্যবহৃত কিছু মেশিন ও টুলঃ
১) ফ্রন্ট লোডিং ওয়াশিং এবং ডাইং মেশিন।২) টপ লোডিং ওয়াশিং এবং ডাইং মেশিন।৩) কেমিক্যাল মিক্সার মেশিন।৪) হাইড্রো-এক্সট্রেক্টর।৫) ড্রায়ার।

গত কয়েক দশক ধরে, বিভিন্ন ধরনের ডেনিম ওয়াশিং টেকনিক ডেভেলপ হয়ে আসছে এবং এইগুলোর প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের অনেক ট্রেন্ডি ডেনিম গার্মেন্টস ও জিন্স তৈরি হয়ে আসছে।
ডেনিম ওয়াশিং এর কিছু প্রকারভেদঃ
সাধারনত ডেনিম ওয়াশিং ২ ধরনের। যথাঃ
১) মেকানিক্যাল ওয়াশঃ- স্টোন ওয়াশ, মাইক্রো স্যান্ডিং।২) কেমিক্যাল ওয়াশঃ- ডেনিম ব্লিচিং, এনজাইম ওয়াশ, এসিড ওয়াশ।

ডেনিম ওয়াশিং এর কিছু গুরুত্বপূর্ণ স্টেপঃ-

  1. Pre-treatment.
  2. Enzyme/Stone wash.
  3. Clean up.
  4. Bleaching.
  5. Tinting/Dyeing.
  6. Sand Blasting.
  7. Softening এবং আরো অনেক।

কিছু ওয়াশিং কেমিক্যাল এর নাম নিম্নরুপঃ

  1. Detergents
  2. Sequestering Agents
  3. Anticreasing Agents
  4. Desizing Agents
  5. Enzymes
  6. Anti BackStainer
  7. Neutralizing Agents
  8. Softening agents
  9. Bleaching Agents
  10. Oxidizing Agents
  11. Reducing Agents
  12. Fixing Agents
  13. Catanizer
  14. Wetting Agent
  15. Rubbing fastness improvers
  16. Tinting Agent
  17. Resins
  18. Silicon
  19. Defoaming agents
  20. Antimeldew agents
  21. Salt
  22. Soda
  23. Caustic
  24. Acids
  25. Whitening agents
  26. Hygroscopic agents
  27. Stiffening agent
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related News

- Advertisment -

Most Viewed