ডেস্ক রিপোর্ট :
H&M এর পর আরো ৫ টি ব্র্যান্ড তাদের বাতিলকৃত অর্ডারগুলো ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে। ব্র্যান্ডগুলো হলো Inditex, M&S, Kiabi, PVH, Target।
বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতাদের মধ্যে অন্যতম এইচঅ্যান্ডএম। তারা বাংলাদেশ থেকে বছরে ৩০০ কোটি ডলারের পোশাক আমদানি করে থাকে।
এমঅ্যান্ডএস নেয় ১০০ কোটি ডলারের। ইন্ডিটেক্সও বাংলাদেশ থেকে ১০০ কোটি ডলারের কাছাকাছি পোশাক নেয়। কিয়াবি নিয়ে থাকে ৫০ থেকে ৭০ কোটি ডলারের পোশাক। ফলে প্রতিশ্রুতি দেওয়া ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা। গত ২০১৮-১৯ অর্থবছর বাংলাদেশের পোশাকশিল্প মালিকেরা ৩ হাজার ৪১৩ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন।
ব্রান্ডগুলোর ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসছে, এটা কিছুটা হলেও স্বস্তি আসছে কারখানা গুলোতে।