Wednesday, December 11, 2024
Magazine
More
    HomeDyeingপ্রকৃতির রঙে ন্যাচারাল ডাই

    প্রকৃতির রঙে ন্যাচারাল ডাই

    ন্যাচারাল ডাই কি?

    ফ্রেব্রিকস ডাইং করতে সম্পুর্ণ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান, যেমন- উদ্ভিদ, প্রাণী, পোকামাকড় এবং খনিজ উৎস ব্যাবহার করার প্রক্রিয়াকেই ন্যাচারাল ডাই বলা হয়। আমরা জানি, সিন্থেটিক ডাই থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান যেমন পরিবেশ দূষণের জন্য দায়ী, ঠিক তেমনি স্বাস্থ্যর জন্যও ক্ষতিকর। তাই, পরিবেশ দূষণ রোধ এবং স্বাস্থ্য বান্ধব পোশাকের জন্য ন্যাচারাল ডাইং এর বিকল্প নাই।

    কিছু সহজলভ্য ন্যাচারাল ডাই:

    Brown রঙের জন্য:

    পালং শাক আয়রন সালফেটের সাথে মিশে বাদামী রং তৈরি করে।
    কফির গুড়া।
    Ivy নামের এক প্রকার লতা।
    সিদ্ধ করা Acorns
    মৌরি ব্যবহৃত অংশ: পাতা, ফুল।
    চা/টি ব্যাগ

    Pink রঙের জন্য:

    স্ট্রবেরি।
    গরুর মাংস।
    চেরি।
    লাল ও গোলাপী গোলাপ।
    ক্যামিলা।

    Blue-purple রঙের জন্য:

    আঙুর।
    জাম।
    জাফরান গাছ।
    লাল বাঁধাকপির পাতা।
    রাসবেরি।
    লাল শশা।

    কমলা/হলুদ রঙের জন্য:

    গাজরের মূল।
    শৈবাল।
    ইউক্যালিপটাস গাছের বাকল, পাতা।
    Lilac- রসিন, ব্যবহৃত অংশ ত্বক।
    তেঁতুলের বাকল।
    সূর্যমুখী পেটেল।

    Green রঙের জন্য:

    কাঁঠাল।
    ঘাস।
    পীচ পাতা।
    সরল শিকড়
    লিল্যাক্স।

    Grey-black রঙের জন্য:

    আইরিশ মূল।
    ব্লাকবেরি।
    আখরোট মূল

    ন্যাচারাল ডাইংয়ে ব্যবহৃত ফেব্রিকস: সকল ধরণের ফেব্রিকস ন্যাচারাল ডায়িং এর উপযোগী নয়। সবচেয়ে ভাল ফলাফলের জন্য উল, সিল্ক এবং ন্যাচারাল ফাইবার থেকে প্রাপ্ত কটন বাছাই করা উত্তম।

    ন্যাচারাল ডাই এর উপকারিতা:

    পরিবেশ দূষণ রোধে: সম্পুর্ণ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান এবং পরিবেশে বিরুপ প্রভাব ফেলে না বলে ন্যাচারাল ডাই পরিবেশবান্ধব।
    স্বাস্থ্যঝুঁকি কমাতে: সিন্থেটিক ডাই থেকে উদ্ভত রাসায়নিক উপাদান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অপরদিকে ন্যাচারাল ডাই শরীরের ক্ষতি করে না।
    নবায়নযোগ্যতা: ন্যাচারাল ডাই নবায়নযোগ্য বলে এর গ্রহণযোগ্যতা অনস্বীকার্য।

    ন্যাচারাল ডায়িং এর সীমাবদ্ধতা:

    খরচ বেশি: নির্দিষ্ট পরিমাণ ফেব্রিকস ডাইং করতে ন্যাচারাল ডাই থেকে অনেক কম পরিমাণ সিন্থেটিক ডাই প্রয়োজন। উদাহরণস্বরূপ – এক পাউন্ড কটন ডায়িং করতে যেখানে ৫ গ্রাম সিন্থেটিক ডাই প্রয়োজন, সেখানে সমপরিমাণ কটন ডায়িং করতে ২৩০ গ্রাম ন্যাচারাল ডাই এর প্রয়োজন।

    কাঁচামালের প্রাপ্যতা: বাণিজ্যিকভাবে ন্যাচারাল ডাইং এর বড় অন্তরায় এর কাঁচামালের দু:প্রাপ্যতা।

    লেখক:

    Mehedi Hasan Shojol (1st batch)
    Wet Processing Engineering Department
    Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed