⛔ ব্যাম্বো ফাইবার:
আমাদের দেশে খুবই পরিচিত একটি ঘাস জাতীয় উদ্ভিদ বাঁশ। সর্বপ্রথম চীনে বাঁশ ফাইবারকে টেক্সটাইল ফাইবারে রুপান্তরিত করা সম্ভব হয়েছিল। এটি একটি সেলুলোজ ফাইবার, যাকে প্রকৃতপক্ষে টেক্সটাইল ফাইবার বলা চলে না। কারণ, টেক্সটাইল ফাইবার হতে হলে যেসব প্রপার্টিজ প্রয়োজন, তাঁর অনেকগুলি অনুপস্থিত। তবে, উন্নত প্রযুক্তির কল্যাণে কেমিক্যাল অথবা ম্যাকানিক্যাল প্রসেসের মাধ্যমে বাঁশ ফাইবারকে টেক্সটাইল ফাইবারে রুপান্তরিত করা সম্ভব হয়েছে। সাধারণত, ৩০% কটনের সাথে ব্লেন্ডিং করা হয়। এছাড়া অন্যান্য ফাইবার যেমন হেমপ ও স্প্যানডেক্সের সাথেও ব্লেন্ডিং করা যায়।
⛔ কেন বাঁশ ফাইবার ব্যবহার করব:
* বাঁশ অত্যন্ত দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এবং সহজলভ্য।
* প্রতিকুল পরিবেশেও টিকে থাকতে পারে।
* পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য।
* ক্ষতিকর UV রশ্মি থেকে শরীরকে রক্ষা করে।
* দ্রুত শোষণক্ষমতা।
* ব্যাকটেরিয়া প্রতিরোধী।
* আরামদায়ক।
* এটি সিল্কের মতন নরম।
* উজ্জ্বলতা বেশি।
⛔ প্রসেস:
প্রথমে বাঁশ থেকে পাল্প (মুন্ড) তৈরি করা হয়। বাঁশকে মুচড়ে পাল্প তৈরির প্রক্রিয়াটি ঘটে মেকানিক্যাল ম্যাথডে। উক্ত পাল্পটি হাইড্রোলাইসিস অ্যালকাইজেসন ও মাল্টি-ফেজ ব্লিচিং প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। দুই ধরণের কেমিক্যাল মেথড সাধারণত ব্যবহৃত হয় – Bamboo lyocell ম্যাথড এবং Bamboo Viscous Rayon ম্যাথড।
⛔ ব্যাবহার:
* আন্ডার গার্মেন্টস
* মোজা
* টি-শার্ট
* টাওয়েল
* সফট বেডিং
* বাথরুম টেক্সটাইলে
* ঘর সাজানোতে
* হাইজেনিক এবং মেডিকেল টেক্সটাইলে
* ডাইপার ও প্যাড, ন্যাপকিন
* সোয়েটার
* পাপোস
* বাথ – স্যুট
* খাবার সরবরাহকারী ব্যাগ
* কম্বল
Writer:
Mehedi Hasan Shojol
1st batch, Wet Process Eengineering.
Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah.