Sunday, November 24, 2024
Magazine
More
    HomeTextile Manufacturingটেক্সটাইল ও গার্মেন্টস টেকনোলজিতে কেন পড়বেন?

    টেক্সটাইল ও গার্মেন্টস টেকনোলজিতে কেন পড়বেন?

    বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে এ খাত থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি সৃষ্টি করেছে লাখ লাখ লোকের কর্মসংস্থান। মোট কথা, বাংলাদেশের রফতানি শিল্পে এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। বিশ্ববাজারে প্রকৌশলবিদ্যার কাতারে বস্ত্র প্রকৌশলবিদ্যা এখন একটি উজ্জ্বল নাম।

    বর্তমান সময়ে শিক্ষা লাভ করে চাকরির ক্ষেত্রে যে কেউ সাফল্যের শীর্ষে পৌছতে পারে। মূলত উন্নতি আর সাফল্য নির্ভর করে কর্মক্ষেত্র নির্বাচন ও যথাযথ প্রয়োগের ওপর। এ ক্ষেত্রে প্রয়োজন মেধা, মনন ও দক্ষতা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে যে কয়েকটি শিল্প মাধ্যমে দ্রুত বিকাশ লাভ করেছে, তার মধ্যে টেক্সটাইল শিল্প অন্যতম।

    বাংলাদেশে বর্তমানে কটন ও সিনথেটিক মিল, উলেন ও উইভিং মিল, হ্যান্ডলুম, ডাইং, ফিনিশিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসহ প্রায় ৯ হাজার টেক্সটাইল শিল্প আছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এ সেক্টরের অগ্রগতি অব্যাহত আছে। প্রায় প্রতি বছর নতুন নতুন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে। বাংলাদেশের বস্ত্র আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। বর্তমানে এ শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনশক্তি জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা এখন সময়ের দাবি।

    ★★★কর্মক্ষেত্র:

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে

    ★বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( যারা একদম প্রথম শ্রেনীর স্টুডেন্ট, তাদের জন্য)
    ★বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউট
    ★বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
    ★বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)
    ★বস্ত্র পরিদপ্তর
    ★পাট অধিদপ্তর
    ★বাংলাদেশ তাঁত বোর্ড
    ★বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)
    ★বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)
    ★বিভিন্ন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে টেক্সটাইল এবং আই.ই বিভাগ আছে (যেমন: বুয়েট, কুয়েট)
    ★সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে টেক্সটাইল এবং আই.ই বিভাগ আছে (যেমন: যশোর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়)
    ★তুলা উন্নয়ন বোর্ড
    ★কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
    ★অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
    ★বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
    ★সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট সমূহ
    ★বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)
    ★বাংলাদেশ সেনাবাহিনী
    ★সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহ
    ★বাংলাদেশ নৌবাহিনী
    ★জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার
    ★সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ (পাবনা, ঝিনাইদাহ, বরিশাল, নোয়াখালী, চিটাগং, টাঙ্গাইল)
    ★সরকারি ভকেশনাল ইনস্টিটিউট সমূহ
    ★এমপিওভুক্ত হাইস্কুলসমুহ (ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ব্লক-বাটিক অ্যান্ড স্কিন প্রিন্টিং)

    ★আরও অজানা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

    ★★★বে-সরকারি কর্মক্ষেত্রসমূহ :

    ★বে-সরকারি বিশ্ববিদ্যালয়
    ★বে-সরকারি ইনস্টিটিউট সমূহ
    ★বে-সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ
    ★বায়িং হাউজ সমূহ
    ★মার্সেন্ডাইজার

    প্রায় ১০ হাজারের উপর স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, গার্মেন্টস সমূহে সহ: উৎপাদন কর্মকর্তা সহ মহা-ব্যবস্থাপক হিসাবে চাকরি করতে পারে।

    Writer:

    Name:Partha sarker
    Department :Wet process Engineering
    Batch:3rd
    College:Sheikh Kamal textile engineering College.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed