এরোস্পেস টেক্সটাইল হচ্ছে প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অংশ সেখানে পাইলটের কাপড় থেকে শুরু করে বিমানের যে কোন টেক্সটাইল এপ্লিকেশনে এরোস্পেস টেক্সটাইল এর ব্যবহার হয় ।
এরোস্পেস টেক্সটাইল তৈরির কাঁচামাল:
কার্বণ ফাইবার:
কার্বণ ফাইবারের অপর নাম গ্রাফাইট ফাইবার ৷কার্বণ ফাইবার হল কার্বন অণুর ৫-১০ মাইক্রোমিটার ব্যাসের সূক্ষ্ম তন্তু। ফাইবারে কার্বন অণুগুলো স্ফটিক আকারে প্রায় সমান্তরাল ও লম্বভাবে ভাবে বিন্যাসিত থাকে। কার্বন স্ফটিক গুলো লম্বালম্বিভাবে বিন্যস্ত থাকায় ওজনের অনুপাতে ফাইবারগুলো বেশ শক্তিশালী হয়। কার্বন ফাইবারের একটি আঁশ বা সুতা বানাতে কয়েক হাজার তন্তু একসারিতে পাকিয়ে বা জোড়া দিয়ে বোনার উপযোগী সুতা বানানো যায়।
* কার্বন ফাইবারের কয়েকটি বিশেষ ধর্ম:
– শক্তিশালী ও হালকা
– উচ্চ তাপ ও চাপ সহ্যক্ষমতা
– প্রসারনশীলতা ও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা ৷
*ব্যবহার:
এই ফাইবার এরোস্পেস, গাড়ি নির্মাণ শিল্পে, বাস্তুবিদ্যায়, মিলিটারি যন্ত্রপাতি শিল্পে এবং স্পোর্টস শিল্পে এর যথেষ্ট ব্যবহার রয়েছে ৷
Kevlar ফাইবার:
Stephanie kwolek ১৯৬৫ সালে ফাইবারটি উদ্ভাবন করেন তাপরোধী ও শক্তিশালী সিনথেটিক ফাইবার ৷ ঘর্ষণ প্রতিরোধক এবং উচ্চতর তাপমাত্রায় ফেব্রিক ভাঙ্গনরোধ করে।
নাইলন ফাইবার:
নাইলন রাসায়নিকভাবে পলিঅ্যামাইড প্রকরণের ফাইবার। অ্যামাইডের রাসায়নিক সংকেত (-CO-NH-) । এর পলিমারাইজেশন করে পলি অ্যামাইড গঠিত হয়, যাকে নাইলন বলে।
*নাইলনের ধর্ম -শক্তিশালী, স্থিতিস্থাপক ও উজ্জল।
– এতে যেকোন রঙ প্রয়োগ করা যায়,খুব বেশি পানি ধারণ করে না ৷
– ওজোনে হালকা কিন্তু শরীরের তাপ ধারণ করতে সক্ষম ।
*নাইলন তৈরির কাঁচামাল মূলত দুটি
১) হেক্সামিথিলিন ডাই অ্যামিন ও
২) এডিপিক এসিড
ই গ্লাস:
ইগ্লাস হল কাচের অনেকগুলো সূক্ষ্ম এবং শক্তিশালী তন্তুর সমন্বয়। ১৮৯৩ সালে ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সোজিশনে এডওয়ার্ড ড্রুমন্ড লিব্বি প্রথম উদ্ভাবন করেন ৷
*ই গ্লাসের ধর্ম:
– তাপ ও বিদ্যুৎ নিরোধক ৷
– রি-ইনফোর্সড পলিমার দিয়ে তৈরী দ্রব্যাদি অত্যন্ত শক্তিশালী ৷
– ওজনে হালকা হয় ৷
এরোস্পেস টেক্সটাইলের কিছু বৈশিষ্ট্যঃ
– উচ্চ তাপ ও চাপ সহ্যক্ষমতা
– প্রসারনশীলতা ও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা ৷
– নিম্ম তাপদাহ্য ৷
বিশ্বের নামকরা কিছু Aerospace কোম্পানির নাম :
1. Boeing, United states
2. Airbus,France
3. Lockheed Mastin,United states
4. United Technologist,United states
5. General Electric
6. Northrop Grumma
7. Safran
লেখক:
এস,এম,আসাদুল্লাহ রাব্বুল ৷
Department of Textile Engineering
Port City International University
(২য় বর্ষ )
Reference: Textilelearner, Weikipidia